Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন ২ কোটি দর্শক!

ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন ২ কোটি দর্শক!

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি।   মাঠের রেকর্ড তো থাকেই, এর বাইরেও হয় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক হয়েছে প্রায় ২ কোটি। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ দেখেছেন ১ কোটি ৮০ লাখেরও বেশি দর্শক।এই হিসেব করা হয়েছে ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে দর্শক সংখ্যার ওপর ভিত্তি করে। 

এই ম্যাচে টস জিতে আগে বোলিং করে ভারত। যখন ভুবনেশ্বর কুমার প্রথম বল করেন, তখন ডিজনি+হটস্টারে খেলা দেখছিলেন ৩৬ লাখ দর্শক। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করে ৮ উইকেটে ১৫৯ রানে। পাকিস্তানের ইনিংস শেষে দর্শকসংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৪০ লাখে।  ভারত যখন ১৬০ রান তাড়া করা শুরু করে, তখন সরাসরি খেলা দেখছিলেন ৪০ লাখ। যখন বিরাট কোহলির অতিমানবীয় ব্যাটিংয়ে ভারত ম্যাচ জিতে যায়, তখন দর্শক সংখ্যা এক লাফে বেড়ে হয় ১ কোটি ৮০ লাখ।  এতে এবারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের দর্শকসংখ্যার রেকর্ডকেও ছাড়িয়ে যায়। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ সরাসরি দেখেছিলেন ১ কোটি ৪০ লাখ দর্শক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত