বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে