বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে কয়েক দিন আগে। যেখানে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েক শ মানুষ। এই মুহূর্তে পাকিস্তানে থাকলেও বাংলাদেশের এমন পরিস্থিতি দারুণভাবে স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একই অবস্থা আজ সংবাদ সম্মেলনে হয়েছে শান্তরও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করা হলে শান্ত বললেন, ‘গত কয়েক দিন আমাদের সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে, যেটা কেউ আমরা আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নতুন করে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। শান্তর আশা ‘নতুন’ বাংলাদেশে খেলাধুলা সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
জুলাই মাসে যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন শান্ত। যেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর পোস্টটা আন্দোলনকেন্দ্রিক ছিল কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে