Ajker Patrika

সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব

সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যান ইংল্যান্ডে। তারপরও টানা খেলা ও ভ্রমণক্লান্তি কাবু করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডারকে। সারের হয়ে অভিষেকেই উজ্জ্বল তিনি। 

গতকাল টনটনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়েছেন সাকিব। ৩৩.৫ ওভার বল করেছেন তিনি, দিয়েছেন ৯৭ রান। তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর প্রথম শিকার টম আবেল। এরপর নেন সমারসেটের আরও তিন উইকেট—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র‍্যান্ডেল। তার মধ্যে ইনিংসের ৯০ তম ওভার এসে জোড়া শিকারও করেন ৩৭ বছর বয়সী তারকা। 

সাকিবের ঘূর্ণির সামনে টসে জিতে ব্যাটিংয়ে নামা সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে। সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২ তম ওভার পর্যন্ত। ২২ তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন। ইনিংসের ৬৬ তম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব। তার আগে বল করেছেন টানা ২৮ ওভার। 

এবার কাউন্টিতে মাত্র ১ ম্যাচের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে ২০১০-১১ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম ও সবশেষ ইংলিশ ক্রিকেটে খেলতে দেখা গেছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

আ.লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়াদাওয়া, তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত