পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যান ইংল্যান্ডে। তারপরও টানা খেলা ও ভ্রমণক্লান্তি কাবু করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডারকে। সারের হয়ে অভিষেকেই উজ্জ্বল তিনি।
গতকাল টনটনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়েছেন সাকিব। ৩৩.৫ ওভার বল করেছেন তিনি, দিয়েছেন ৯৭ রান। তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর প্রথম শিকার টম আবেল। এরপর নেন সমারসেটের আরও তিন উইকেট—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যান্ডেল। তার মধ্যে ইনিংসের ৯০ তম ওভার এসে জোড়া শিকারও করেন ৩৭ বছর বয়সী তারকা।
সাকিবের ঘূর্ণির সামনে টসে জিতে ব্যাটিংয়ে নামা সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে। সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২ তম ওভার পর্যন্ত। ২২ তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন। ইনিংসের ৬৬ তম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব। তার আগে বল করেছেন টানা ২৮ ওভার।
এবার কাউন্টিতে মাত্র ১ ম্যাচের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে ২০১০-১১ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম ও সবশেষ ইংলিশ ক্রিকেটে খেলতে দেখা গেছে তাঁকে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যান ইংল্যান্ডে। তারপরও টানা খেলা ও ভ্রমণক্লান্তি কাবু করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডারকে। সারের হয়ে অভিষেকেই উজ্জ্বল তিনি।
গতকাল টনটনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়েছেন সাকিব। ৩৩.৫ ওভার বল করেছেন তিনি, দিয়েছেন ৯৭ রান। তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর প্রথম শিকার টম আবেল। এরপর নেন সমারসেটের আরও তিন উইকেট—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যান্ডেল। তার মধ্যে ইনিংসের ৯০ তম ওভার এসে জোড়া শিকারও করেন ৩৭ বছর বয়সী তারকা।
সাকিবের ঘূর্ণির সামনে টসে জিতে ব্যাটিংয়ে নামা সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে। সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২ তম ওভার পর্যন্ত। ২২ তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন। ইনিংসের ৬৬ তম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব। তার আগে বল করেছেন টানা ২৮ ওভার।
এবার কাউন্টিতে মাত্র ১ ম্যাচের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে ২০১০-১১ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম ও সবশেষ ইংলিশ ক্রিকেটে খেলতে দেখা গেছে তাঁকে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ২১ রানে হারিয়েছে ওমানকে। এই জয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতে এশিয়া কাপের সুপার ফোর শুরু করবে ভারত। এই রাউন্ডে সূর্যকুমার যাদবদের পরের ম্যাচ রোববার, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
২ ঘণ্টা আগেনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার খেলেছে বাংলাদেশ। কিন্তু সাদা বলের আইসিসির আরও এক টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় না বললেই চলে। এখন পর্যন্ত একবারই ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।
৪ ঘণ্টা আগেআবুধাবিতে আজ ভারত-ওমান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্ব। তবে এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। কারণ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—আগেভাগেই নিশ্চিত করেছে সুপার ফোর। নিয়মরক্ষার ম্যাচে ব্যাটিং অনুশীলন করল ভারত।
৫ ঘণ্টা আগেআবুধাবি থেকে দুবাই—গুগল ম্যাপসে দুই শহরের মাঝের দূরত্ব দেখাচ্ছে ১৩৯ কিলোমিটার। এক সপ্তাহ ব্যবধানে আরব আমিরাতের দুই শহরে দুবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের আশা, এবার আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
৬ ঘণ্টা আগে