পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যান ইংল্যান্ডে। তারপরও টানা খেলা ও ভ্রমণক্লান্তি কাবু করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডারকে। সারের হয়ে অভিষেকেই উজ্জ্বল তিনি।
গতকাল টনটনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়েছেন সাকিব। ৩৩.৫ ওভার বল করেছেন তিনি, দিয়েছেন ৯৭ রান। তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর প্রথম শিকার টম আবেল। এরপর নেন সমারসেটের আরও তিন উইকেট—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যান্ডেল। তার মধ্যে ইনিংসের ৯০ তম ওভার এসে জোড়া শিকারও করেন ৩৭ বছর বয়সী তারকা।
সাকিবের ঘূর্ণির সামনে টসে জিতে ব্যাটিংয়ে নামা সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে। সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২ তম ওভার পর্যন্ত। ২২ তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন। ইনিংসের ৬৬ তম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব। তার আগে বল করেছেন টানা ২৮ ওভার।
এবার কাউন্টিতে মাত্র ১ ম্যাচের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে ২০১০-১১ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম ও সবশেষ ইংলিশ ক্রিকেটে খেলতে দেখা গেছে তাঁকে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যান ইংল্যান্ডে। তারপরও টানা খেলা ও ভ্রমণক্লান্তি কাবু করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডারকে। সারের হয়ে অভিষেকেই উজ্জ্বল তিনি।
গতকাল টনটনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়েছেন সাকিব। ৩৩.৫ ওভার বল করেছেন তিনি, দিয়েছেন ৯৭ রান। তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর প্রথম শিকার টম আবেল। এরপর নেন সমারসেটের আরও তিন উইকেট—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যান্ডেল। তার মধ্যে ইনিংসের ৯০ তম ওভার এসে জোড়া শিকারও করেন ৩৭ বছর বয়সী তারকা।
সাকিবের ঘূর্ণির সামনে টসে জিতে ব্যাটিংয়ে নামা সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে। সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২ তম ওভার পর্যন্ত। ২২ তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন। ইনিংসের ৬৬ তম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব। তার আগে বল করেছেন টানা ২৮ ওভার।
এবার কাউন্টিতে মাত্র ১ ম্যাচের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে ২০১০-১১ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম ও সবশেষ ইংলিশ ক্রিকেটে খেলতে দেখা গেছে তাঁকে।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১১ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১২ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১৩ ঘণ্টা আগে