আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও পাকিস্তানের পরাজয়ে খোঁচা দিতে যেন ভুল হয় না মোহাম্মদ আমিরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে ঠিকই কটাক্ষ করেছেন। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের। আমিরের মতে, ফাইনাল খেলাটাই পাকিস্তানের জন্য অনেক বড় অর্জন।
ভারত, জিম্বাবুয়ের বিপক্ষে দুটো ক্লোজ ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। বাতিলের খাতায় চলে যাওয়া পাকিস্তানের ঘুরে দাঁড়নো শুরু এখান থেকেই। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির সম্ভাবনা জোরালো করে। মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ই পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার দরজা খুলে দেয়। বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান চলে যায় সেমিফাইনালে। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে যায় বাবর আজমের দল। যেখানে বোলিংটা হয়েছে দুর্দান্ত। ৮ এর নিচে ইকোনমিতে বোলিং করেছেন পাকিস্তানি বোলাররা।
অন্যদিকে, ব্যাটাররা তুলনামূলক হতাশ করেছেন। উপরের সারির ব্যাটারদের মধ্যে মোহাম্মদ হারিস ছাড়া কারও স্ট্রাইক রেট ১৪০ পেরোয়নি।
পাকিস্তানি ব্যাটারদের দৈন্যদশার কথা ফুটে উঠেছে আমিরের বক্তব্যে। পাকিস্তানের এই বাঁহাতি পেসার বলেন,‘আমরা ফাইনাল খেলেছি এটাই অনেক বড় কিছু্। আমরা ফাইনাল খেলার যোগ্য না। পুরো বিশ্ব জানে কীভাবে আমরা ফাইনালে গিয়েছি। আমাদের ব্যাটারদের পারফরম্যান্স দেখলেই আপনারা বুঝবেন।’
এবারের বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দুটো ম্যাচ খেলে পাকিস্তান। যেখানে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে ৩৩ রানে জয় পায় পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন শাদাব খান, ইফতিখার আহমেদ করেছিলেন ফিফটি। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। কিউইদের বিপক্ষে ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজম ১০৫ রানের জুটি গড়েছিলেন। অন্যদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এবার পাকিস্তান দুটো ম্যাচ খেলে দুটোতেই হেরেছে। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিং করেছেন পাকিস্তানের ব্যাটাররা।
এসসিজি আর এমসিজিতে পাকিস্তানের পারফরম্যান্সের তুলনা করেন আমির। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘সিডনির বাইরে যখনই আমরা খেলেছি, সব প্রমাণ হয়ে গেছে। আমি আপনাকে আগেই বলেছি, এমসিজির পিচ যদি প্রথম ম্যাচের মতো হয়, তাহলে পাকিস্তানের অনেক কষ্ট হবে।আর আমরা অনেক সংগ্রাম করেছি।’
২০০৯ থেকে ২০২০—এই ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। ১৪৭ ম্যাচে নিয়েছেন ২৫৯ উইকেট, ফাইফার নিয়েছেন পাঁচবার। পাকিস্তানের এই বাঁহাতি পেসার সবচেয়ে বেশি ১১৯ উইকেট নিয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও পাকিস্তানের পরাজয়ে খোঁচা দিতে যেন ভুল হয় না মোহাম্মদ আমিরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে ঠিকই কটাক্ষ করেছেন। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের। আমিরের মতে, ফাইনাল খেলাটাই পাকিস্তানের জন্য অনেক বড় অর্জন।
ভারত, জিম্বাবুয়ের বিপক্ষে দুটো ক্লোজ ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। বাতিলের খাতায় চলে যাওয়া পাকিস্তানের ঘুরে দাঁড়নো শুরু এখান থেকেই। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির সম্ভাবনা জোরালো করে। মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ই পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার দরজা খুলে দেয়। বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান চলে যায় সেমিফাইনালে। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে যায় বাবর আজমের দল। যেখানে বোলিংটা হয়েছে দুর্দান্ত। ৮ এর নিচে ইকোনমিতে বোলিং করেছেন পাকিস্তানি বোলাররা।
অন্যদিকে, ব্যাটাররা তুলনামূলক হতাশ করেছেন। উপরের সারির ব্যাটারদের মধ্যে মোহাম্মদ হারিস ছাড়া কারও স্ট্রাইক রেট ১৪০ পেরোয়নি।
পাকিস্তানি ব্যাটারদের দৈন্যদশার কথা ফুটে উঠেছে আমিরের বক্তব্যে। পাকিস্তানের এই বাঁহাতি পেসার বলেন,‘আমরা ফাইনাল খেলেছি এটাই অনেক বড় কিছু্। আমরা ফাইনাল খেলার যোগ্য না। পুরো বিশ্ব জানে কীভাবে আমরা ফাইনালে গিয়েছি। আমাদের ব্যাটারদের পারফরম্যান্স দেখলেই আপনারা বুঝবেন।’
এবারের বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দুটো ম্যাচ খেলে পাকিস্তান। যেখানে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিএলএস মেথডে ৩৩ রানে জয় পায় পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন শাদাব খান, ইফতিখার আহমেদ করেছিলেন ফিফটি। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। কিউইদের বিপক্ষে ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজম ১০৫ রানের জুটি গড়েছিলেন। অন্যদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এবার পাকিস্তান দুটো ম্যাচ খেলে দুটোতেই হেরেছে। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিং করেছেন পাকিস্তানের ব্যাটাররা।
এসসিজি আর এমসিজিতে পাকিস্তানের পারফরম্যান্সের তুলনা করেন আমির। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘সিডনির বাইরে যখনই আমরা খেলেছি, সব প্রমাণ হয়ে গেছে। আমি আপনাকে আগেই বলেছি, এমসিজির পিচ যদি প্রথম ম্যাচের মতো হয়, তাহলে পাকিস্তানের অনেক কষ্ট হবে।আর আমরা অনেক সংগ্রাম করেছি।’
২০০৯ থেকে ২০২০—এই ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। ১৪৭ ম্যাচে নিয়েছেন ২৫৯ উইকেট, ফাইফার নিয়েছেন পাঁচবার। পাকিস্তানের এই বাঁহাতি পেসার সবচেয়ে বেশি ১১৯ উইকেট নিয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে