Ajker Patrika

চমক ছাড়াই টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৫
চমক ছাড়াই টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিশ্বকাপ দলে কোনো নতুন চমক রাখেননি নির্বাচকেরা। গত এক বছরে ঘুরেফিরে যাঁরা খেলেছেন, তাঁদের মধ্য থেকেই দল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সেই ইঙ্গিতও অবশ্য দিয়ে রেখেছিলেন নির্বাচকেরা। ১৫ সদস্যের দলের ছয়জনই এবার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাবেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলামের সঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার তালিকায় আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বিশ্বকাপ থেকে আগেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই তাই দলে নেই এই অভিজ্ঞ ওপেনার। নিউজিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিউইদের বিপক্ষে স্কোয়াডে থাকা রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব থাকছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

আগামী ১৭ অক্টোবর ওমানে বাছাইপর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। সরাসরি সুযোগ পাওয়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ও বাছাইপর্বের চার দলসহ মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ। এই ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। মূল পর্ব শুরু হবে আগামী ২৩ অক্টোবর।   

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, ও নাসুম আহমেদ।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত