চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে চলছে বিভিন্ন কথাবার্তা। শুরুতে ভারতকে বাংলাদেশের চেপে ধরা, সেই চাপ সামলে দিনটা ভারতের হয়ে যাওয়া—প্রথম দিনের সারমর্ম তো এটাই। শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খেলা নিয়ে।
চিপকে গতকাল প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে দিনের ম্যাচ। হার্শা দিনের খেলা কম হওয়ার ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় এই ধারাভাষ্যকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’ হার্শা বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৭ মিনিটে পোস্ট করেন।
কম ওভার বোলিংয়ের কারণে আইসিসির থেকে স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ। কারণ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট।
প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি। বাংলাদেশের পেসাররা বেশি ওভার বোলিংয়ের কারণেই অনেক সময় গেছে। কারণ স্বাভাবিকভাবে স্পিনারদের চেয়ে পেসারদের লম্বা রানআপে বোলিং করতে হয়।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা তাঁর টেস্টের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন।
আরও খবর পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৭ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৮ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১০ ঘণ্টা আগে