আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছরেরও বেশি সময় ধরে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে সৌদ শাকিলের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স মাত্র ২ বছর। তবে ২০২৩ বিশ্বকাপ পাকিস্তানের এই দুই ব্যাটারের কাছেই প্রথম ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন রিজওয়ান ও শাকিল।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডস। রানপ্রসবা উইকেটে প্রথমে ব্যাটিং পেলেও প্রথম পাওয়ারপ্লের আগেই পাকিস্তানের টপ অর্ডার ভেঙে যায়। ৯.১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৮ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন শাকিল। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। টপ অর্ডার যেখানে হোঁচট খায়, সেখানে শাকিল-রিজওয়ান ডাচ বোলারদের ওপর পাল্টা আক্রমণে যান। বাউন্ডারির পাশাপাশি স্ট্রাইক রোটেট করে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েছেন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। যেখানে শাকিল একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। ৫২ বলের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। আর রিজওয়ান তাঁর ৭৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছরেরও বেশি সময় ধরে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে সৌদ শাকিলের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স মাত্র ২ বছর। তবে ২০২৩ বিশ্বকাপ পাকিস্তানের এই দুই ব্যাটারের কাছেই প্রথম ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন রিজওয়ান ও শাকিল।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডস। রানপ্রসবা উইকেটে প্রথমে ব্যাটিং পেলেও প্রথম পাওয়ারপ্লের আগেই পাকিস্তানের টপ অর্ডার ভেঙে যায়। ৯.১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৮ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন শাকিল। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে শুরু করেন ইনিংস মেরামতের কাজ। টপ অর্ডার যেখানে হোঁচট খায়, সেখানে শাকিল-রিজওয়ান ডাচ বোলারদের ওপর পাল্টা আক্রমণে যান। বাউন্ডারির পাশাপাশি স্ট্রাইক রোটেট করে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েছেন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। যেখানে শাকিল একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। ৫২ বলের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। আর রিজওয়ান তাঁর ৭৫ বলের ইনিংসে মেরেছেন ৯ চার।
বিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
৪ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
৪ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
৪ ঘণ্টা আগেচোট থেকে লম্বা সময় পর ট্র্যাকে ফিরেছিলেন ইমরানুর রহমান। সামার অ্যাথলেটিকসে পরশু পুনরুদ্ধার করেন দ্রুততম মানবের মুকুট। আজ ২০০ মিটার স্প্রিন্টে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল নৌবাহিনীর। কিন্তু ৪০ মিনিট দৌড়ানোর পরই ট্র্যাকে পড়ে যান লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
৫ ঘণ্টা আগে