জহুরির চোখ বোধ হয় এমনই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে আফগানিস্তানে সেমিফাইনালে রেখেছিলেন ব্রায়ান লারা। সেই লারার কথা সত্যি প্রমাণিত হলো আজ আফগানরা জয়ের পর। এমন প্রতিশ্রুতি টুর্নামেন্টের মাঝপথেই লারাকে দিয়েছিলেন রশিদ খান।
সেমিতে ওঠার পথটাও আফগানিস্তানের জন্য খুব একটা সহজ ছিল না। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষ থাকলেও আফগানরা সেই বাধা টপকে গেছে। নিউজিল্যান্ড বিদায় নেওয়ায় সি১ হিসেবে ওঠে রশিদের দল। তবে সুপার এইটে উঠে শুরুতেই ভারতের কাছে ৪৭ রানে হেরে কঠিন হয়ে যায় সেমিতে ওঠার পর। সেখান থেকে রূপকথার মতো প্রত্যাবর্তন আফগানিস্তানের। সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে চমকে দেয় আফগানরা। ভারতের কাছে সেন্ট লুসিয়ায় গত রাতে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর আফগানদের সম্ভাবনার দরজা পুরোপুরি খুলে যায়। বাংলাদেশকে আজ বৃষ্টি আইনে সেন্ট ভিনসেন্টে ৮ রানে হারালে নিশ্চিত হয় আফগানদের সেমি খেলার টিকিট।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জয়ের পর আফগানিস্তান দলে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। রহমানউল্লাহ গুরবাজ কেঁদে ফেলেছেন। ম্যাচসেরা নাভিন উল হক ভাষা হারিয়ে ফেলেন। সেমিফাইনাল নিশ্চিতের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘সেমিফাইনালে খেলা আমাদের জন্য স্বপ্ন। যেভাবে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, বিশেষ করে নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বাসটা চলে আসে। একমাত্র ব্রায়ান লারাই আমাদের সেমিফাইনালে রেখেছিলেন এবং তাঁকে আমরা সঠিক প্রমাণ করেছি। কোনো এক অনুষ্ঠানে যখন দেখা হয়েছিল, তাঁকে বলেছিলাম যে আমরা আপনাকে হতাশ করব না।’
সেমিফাইনালের সম্ভাবনা ছিল বাংলাদেশেরও। সে ক্ষেত্রে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে তাড়া করতে হতো ১২.১ ওভার। সেই লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়েন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস-সাকিব আল হাসানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ। নাভিন ও রশিদ দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। আফগান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল ১৩০-১৩৫ রান ভালো স্কোর ছিল। তবে ১৫ রান কম করেছি। জানতাম যে তারা অনেক আগ্রাসী ব্যাটিং করবে এবং আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। বাড়তি কিছু না করে নিজেদের পরিকল্পনাতে স্পষ্ট ছিলাম। ঘরের মানুষকে আমরা খুশি রাখতে চেয়েছি।’
জহুরির চোখ বোধ হয় এমনই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে আফগানিস্তানে সেমিফাইনালে রেখেছিলেন ব্রায়ান লারা। সেই লারার কথা সত্যি প্রমাণিত হলো আজ আফগানরা জয়ের পর। এমন প্রতিশ্রুতি টুর্নামেন্টের মাঝপথেই লারাকে দিয়েছিলেন রশিদ খান।
সেমিতে ওঠার পথটাও আফগানিস্তানের জন্য খুব একটা সহজ ছিল না। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষ থাকলেও আফগানরা সেই বাধা টপকে গেছে। নিউজিল্যান্ড বিদায় নেওয়ায় সি১ হিসেবে ওঠে রশিদের দল। তবে সুপার এইটে উঠে শুরুতেই ভারতের কাছে ৪৭ রানে হেরে কঠিন হয়ে যায় সেমিতে ওঠার পর। সেখান থেকে রূপকথার মতো প্রত্যাবর্তন আফগানিস্তানের। সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে চমকে দেয় আফগানরা। ভারতের কাছে সেন্ট লুসিয়ায় গত রাতে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর আফগানদের সম্ভাবনার দরজা পুরোপুরি খুলে যায়। বাংলাদেশকে আজ বৃষ্টি আইনে সেন্ট ভিনসেন্টে ৮ রানে হারালে নিশ্চিত হয় আফগানদের সেমি খেলার টিকিট।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জয়ের পর আফগানিস্তান দলে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। রহমানউল্লাহ গুরবাজ কেঁদে ফেলেছেন। ম্যাচসেরা নাভিন উল হক ভাষা হারিয়ে ফেলেন। সেমিফাইনাল নিশ্চিতের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘সেমিফাইনালে খেলা আমাদের জন্য স্বপ্ন। যেভাবে আমরা টুর্নামেন্ট শুরু করেছি, বিশেষ করে নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বাসটা চলে আসে। একমাত্র ব্রায়ান লারাই আমাদের সেমিফাইনালে রেখেছিলেন এবং তাঁকে আমরা সঠিক প্রমাণ করেছি। কোনো এক অনুষ্ঠানে যখন দেখা হয়েছিল, তাঁকে বলেছিলাম যে আমরা আপনাকে হতাশ করব না।’
সেমিফাইনালের সম্ভাবনা ছিল বাংলাদেশেরও। সে ক্ষেত্রে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে তাড়া করতে হতো ১২.১ ওভার। সেই লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়েন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস-সাকিব আল হাসানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ। নাভিন ও রশিদ দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। আফগান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল ১৩০-১৩৫ রান ভালো স্কোর ছিল। তবে ১৫ রান কম করেছি। জানতাম যে তারা অনেক আগ্রাসী ব্যাটিং করবে এবং আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। বাড়তি কিছু না করে নিজেদের পরিকল্পনাতে স্পষ্ট ছিলাম। ঘরের মানুষকে আমরা খুশি রাখতে চেয়েছি।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে