Ajker Patrika

‘বাস দুর্ঘটনায়’ পাকিস্তান, ৫০ ওভার খেলতে পারবে তো 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৯: ০৬
‘বাস দুর্ঘটনায়’ পাকিস্তান, ৫০ ওভার খেলতে পারবে তো 

১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ শুরুর মিশনে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অথচ ডাচদের দেখে যে বোঝার উপায় নেই যে ১ যুগ পর বিশ্বকাপ খেলতে আসছে তারা। সহজে যেখানে পাকিস্তানের রানের পাহাড় গড়ার কথা, সেখানে তারা একটু হিমশিম খাচ্ছে। বাস ডি লিডের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের পুরো ৫০ ওভার ব্যাটিংয়ের সম্ভাবনা নিয়েও রয়েছে প্রশ্ন। 

রানপ্রসবা উইকেটে টস জিতে আজ পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিতে শুরু করেন সতীর্থরা। ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখর জামানকে। ওভারের চতুর্থ বলে ফখর ড্রাইভ করতে গেলে কট এন্ড বোল্ড করেন ফন বিক। ১৫ বলে ১২ রান করেছেন ফখর। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাবর আজম। নবম ওভারের তৃতীয় বলে ডাচ অফস্পিনার কলিন অ্যাকারমানকে পুল করতে যান বাবর। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাকিব জুলফিকার। ৫ রান করেছেন পাকিস্তান অধিনায়ক। 

বাবর ফেরার পরপরই বিদায় নেন ইমাম উল হক। দশম ওভারের প্রথম বলে পল ফন মিকেরেনকে পুল করতে যান ওপেনার ইমাম। ডিপ ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন আরিয়ান দত্ত। ১৫ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। সেখান থেকেই চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি করেছেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাকিল। শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিয়ান। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন পাকিস্তানের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।

রিজওয়ান-শাকিলের জুটি ভাঙার পর সাময়িক ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৫৮ থেকে ১৮৮-৩০ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় পাকিস্তানি। বাবরের দলের মিডল অর্ডার ধসিয়ে দেন ডি লিড। অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। রিজওয়ানের পরইফতিখার আহমেদকেও দ্রুত ফিরিয়েছেন ডি লিড। কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার। 

৩২ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করা পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লেট মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করে জুটি ভেঙেছেন ডি লিড। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন ডাচ অলরাউন্ডার। তবে ওভারের শেষ বলে তাঁর (ডি লিড) অসাধারণ এক ইয়র্কার দারুণভাবে ঠেকিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৪৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২৫২ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত