১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ শুরুর মিশনে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অথচ ডাচদের দেখে যে বোঝার উপায় নেই যে ১ যুগ পর বিশ্বকাপ খেলতে আসছে তারা। সহজে যেখানে পাকিস্তানের রানের পাহাড় গড়ার কথা, সেখানে তারা একটু হিমশিম খাচ্ছে। বাস ডি লিডের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের পুরো ৫০ ওভার ব্যাটিংয়ের সম্ভাবনা নিয়েও রয়েছে প্রশ্ন।
রানপ্রসবা উইকেটে টস জিতে আজ পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিতে শুরু করেন সতীর্থরা। ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখর জামানকে। ওভারের চতুর্থ বলে ফখর ড্রাইভ করতে গেলে কট এন্ড বোল্ড করেন ফন বিক। ১৫ বলে ১২ রান করেছেন ফখর। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাবর আজম। নবম ওভারের তৃতীয় বলে ডাচ অফস্পিনার কলিন অ্যাকারমানকে পুল করতে যান বাবর। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাকিব জুলফিকার। ৫ রান করেছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর ফেরার পরপরই বিদায় নেন ইমাম উল হক। দশম ওভারের প্রথম বলে পল ফন মিকেরেনকে পুল করতে যান ওপেনার ইমাম। ডিপ ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন আরিয়ান দত্ত। ১৫ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। সেখান থেকেই চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি করেছেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাকিল। শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিয়ান। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন পাকিস্তানের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।
রিজওয়ান-শাকিলের জুটি ভাঙার পর সাময়িক ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৫৮ থেকে ১৮৮-৩০ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় পাকিস্তানি। বাবরের দলের মিডল অর্ডার ধসিয়ে দেন ডি লিড। অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। রিজওয়ানের পরইফতিখার আহমেদকেও দ্রুত ফিরিয়েছেন ডি লিড। কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করা পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লেট মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করে জুটি ভেঙেছেন ডি লিড। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন ডাচ অলরাউন্ডার। তবে ওভারের শেষ বলে তাঁর (ডি লিড) অসাধারণ এক ইয়র্কার দারুণভাবে ঠেকিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৪৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২৫২ রান।
১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ শুরুর মিশনে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অথচ ডাচদের দেখে যে বোঝার উপায় নেই যে ১ যুগ পর বিশ্বকাপ খেলতে আসছে তারা। সহজে যেখানে পাকিস্তানের রানের পাহাড় গড়ার কথা, সেখানে তারা একটু হিমশিম খাচ্ছে। বাস ডি লিডের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের পুরো ৫০ ওভার ব্যাটিংয়ের সম্ভাবনা নিয়েও রয়েছে প্রশ্ন।
রানপ্রসবা উইকেটে টস জিতে আজ পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিতে শুরু করেন সতীর্থরা। ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখর জামানকে। ওভারের চতুর্থ বলে ফখর ড্রাইভ করতে গেলে কট এন্ড বোল্ড করেন ফন বিক। ১৫ বলে ১২ রান করেছেন ফখর। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাবর আজম। নবম ওভারের তৃতীয় বলে ডাচ অফস্পিনার কলিন অ্যাকারমানকে পুল করতে যান বাবর। শর্ট মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাকিব জুলফিকার। ৫ রান করেছেন পাকিস্তান অধিনায়ক।
বাবর ফেরার পরপরই বিদায় নেন ইমাম উল হক। দশম ওভারের প্রথম বলে পল ফন মিকেরেনকে পুল করতে যান ওপেনার ইমাম। ডিপ ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন আরিয়ান দত্ত। ১৫ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। সেখান থেকেই চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি করেছেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন শাকিল। শাকিলকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিয়ান। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন পাকিস্তানের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।
রিজওয়ান-শাকিলের জুটি ভাঙার পর সাময়িক ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৫৮ থেকে ১৮৮-৩০ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় পাকিস্তানি। বাবরের দলের মিডল অর্ডার ধসিয়ে দেন ডি লিড। অসাধারণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেছেন ডাচ অলরাউন্ডার। ৭৫ বলে ৮ চারে ৬৮ রান করেন রিজওয়ান। রিজওয়ানের পরইফতিখার আহমেদকেও দ্রুত ফিরিয়েছেন ডি লিড। কাট শট খেলতে গিয়ে ডাচ উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের তালুবন্দী হয়েছেন ইফতিখার।
৩২ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করা পাকিস্তান এরপর দিশা খুঁজে পায় লেট মিডল অর্ডারে দারুণ এক জুটিতে। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েছেন শাদাব খান-মোহাম্মদ নওয়াজ। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শাদাবকে বোল্ড করে জুটি ভেঙেছেন ডি লিড। পরের বলে হাসান আলিকে এলবিডব্লু করেছেন ডি লিড। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন ডাচ অলরাউন্ডার। তবে ওভারের শেষ বলে তাঁর (ডি লিড) অসাধারণ এক ইয়র্কার দারুণভাবে ঠেকিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৪৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২৫২ রান।
শন টেইট এলেন, আন্দ্রে অ্যাডামস গেলেন। বাংলাদেশের পেস বোলিং কোচের পরিবর্তনটা হয়েছে এভাবেই। যে অ্যাডামস বিদায় নিয়েছেন, তাঁকে নিয়ে আজ সামাজিক মাধ্যমে আবেগি বার্তা দিয়েছেন নাফিস ইকবাল খান।
৪৪ মিনিট আগেক্রিকেটে আজ সেলিব্রিটি ক্রিকেটের ফাইনাল হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ফুটবলে লা লিগায় দুই ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেসময়টা এখন ভালোই যাচ্ছে সমিত সোমের। কানাডা প্রিমিয়ার লিগে সপ্তাহের সেরা ফুটবলারের তালিকায় গত সপ্তাহে জায়গা পেয়েছিলেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার আবারও কানাডায় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগেআল আখদৌদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি। তবে রোনালদোহীন এই আল নাসর গতকাল ছিল অনেক ভয়ংকর। সৌদি প্রো লিগে গত রাতে ৯-০ গোলে জিতেছে আল নাসর।
২ ঘণ্টা আগে