ক্রীড়া ডেস্ক
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
‘ক্রিকেট পাকিস্তান’সহ পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে। কবে সফর করবে তা এখনো জানা যায়নি। তবে সেটা আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে, সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি।
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে সূচি ফাঁস গেছে। টেলিগ্রাফের সূচি অনুসারে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। এ বছরের ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঘোষণার কথা থাকলেও অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে আইসিসি। কারণ, সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে না বলে আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে।
পাকিস্তানও তো চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারতীয় দল কেন পাকিস্তানে যাবে না-এটা জানতে চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পিসিবি। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হতে পারে। এমনকি পুরো পাকিস্তান থেকেও টুর্নামেন্ট সরে যেতে পারে বলে বিদেশি গণমাধ্যমে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায়ও হতে পারে আইসিসির ইভেন্টটি।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি ১৬ নভেম্বর প্রকাশ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই সেদিন শুরু হয়েছিল ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত থাকবে শিরোপা। তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি। বাংলাদেশে আসার আগে ট্রফি থাকবে ‘বিশ্রামে’। ১০ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
‘ক্রিকেট পাকিস্তান’সহ পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে। কবে সফর করবে তা এখনো জানা যায়নি। তবে সেটা আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে, সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি।
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে সূচি ফাঁস গেছে। টেলিগ্রাফের সূচি অনুসারে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। এ বছরের ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঘোষণার কথা থাকলেও অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে আইসিসি। কারণ, সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে না বলে আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে।
পাকিস্তানও তো চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারতীয় দল কেন পাকিস্তানে যাবে না-এটা জানতে চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পিসিবি। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হতে পারে। এমনকি পুরো পাকিস্তান থেকেও টুর্নামেন্ট সরে যেতে পারে বলে বিদেশি গণমাধ্যমে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায়ও হতে পারে আইসিসির ইভেন্টটি।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি ১৬ নভেম্বর প্রকাশ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই সেদিন শুরু হয়েছিল ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত থাকবে শিরোপা। তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি। বাংলাদেশে আসার আগে ট্রফি থাকবে ‘বিশ্রামে’। ১০ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে