Ajker Patrika

তবু রিশাদকে নিয়ে উচ্ছ্বসিত নন শান্ত

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০: ৫০
তবু রিশাদকে নিয়ে উচ্ছ্বসিত নন শান্ত

রিশাদ হোসেন যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের রান তখন ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৮। জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পরের ২৫ বলের মধ্যে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। যার মধ্যে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ৩৯তম ওভারে টানা দুই ছয় ও টানা তিন চারে নিয়েছেন ২৪ রান।

১৮ বলে অপরাজিত ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রিশাদ। তবে ২৬৬.৬৬ স্ট্রাইকরেটে ব্যাটিংয়ের পরও সামান্যের জন্য বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়া হয়নি তাঁর। রিশাদের আরেকবার এমন দানবীয় ব্যাটিং যখন চারদিকে প্রশংসায় ভাসছে তখন নাজমুল হোসেন শান্ত জানালেন, এখনই রিশাদকে নিয়ে তিনি উচ্ছ্বসিত নন।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। দারুণ এই জয়ের পর শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে বাংলাদেশ অধিনায়কের এই অলরাউন্ডারকে সামনে আরও পরিণত হিসেবে যে দেখতে চান সেই বার্তাও দিলেন।

রিশাদ দুর্দান্ত ব্যাটিং করলেও শান্ত মুগ্ধ হয়েছেন এই লেগির ফিল্ডিং দেখে। এ নিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমার মনে হয় খুব ভালো ফিল্ডার। ব্যাটিংটা উন্নত হচ্ছে আস্তে আস্তে। বোলিংটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আজকেও যেভাবে বোলিং করেছে...মাঝে গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়েছে। এটা অবশ্যই দলের জন্য ভালো।’ আর রিশাদের ব্যাটিং নিয়ে শান্তর মন্তব্য, ‘তবুও এখনই খুব বেশি এক্সাইটেড (উচ্ছ্বসিত) হওয়ার প্রয়োজন নাই। অনেক উন্নতির জায়গা আছে।’

মেহেদী হাসান মিরাজ ফেরার পর চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। ওই সময় উইকেটে মুশফিক ছাড়া আর যে যে স্বীকৃত কোনো ব্যাটার ছিলেন না! তবে সেই চাপ উল্টো আক্রমণে দারুণভাবে সামাল দেন রিশাদ। মিরাজ আউট হওয়ার পর রিশাদ কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন কিনা এমন প্রশ্নের শান্তর উত্তর, ‘না, মিরাজের আউটের পর তো অবশ্যই ডাগআউট একটু চিন্তিত ছিল। কিন্তু রিশাদকে তেমন কোনো প্ল্যান দেওয়া হয় নাই। ওকে বলা হয়েছিল ওর যেভাবে মন চায় সেভাবে যেন ব্যাট করে। স্বাভাবিক যে গেম আছে অইটা যেন চালিয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত