পাকিস্তানের মাঠে ম্যাচ আয়োজনের কথা থাকলে ভারতীয় ক্রিকেট দলের বাগড়া দেওয়ার ঘটনা তো নতুন কিছু নয়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তাই দুই দেশের মধ্যে বেঁধে গেছে ‘যুদ্ধ’। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় শোনা যাচ্ছে নানা কথা। এরই মধ্যে গতকাল ভারতের ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের দেওয়া ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাবে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবি কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে। শর্তগুলোর একটি হচ্ছে, ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। সেটা তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচসহ সেমিফাইনাল, ফাইনাল সব ম্যাচ। দ্বিতীয় শর্ত ভারত যদি গ্রুপ পর্বেই বিদায় নেয়, তাহলে সেমিফাইনাল, ফাইনাল লাহোরে আয়োজন করতে হবে। পিসিবির তিন নম্বর শর্ত, ভারতে ২০৩১ সাল পর্যন্ত কোনো আইসিসি ইভেন্ট হলে পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
হাইব্রিড মডেলের জন্য পিসিবির শর্ত মানা হলে আইসিসি থেকে পাকিস্তানের জন্য রাজস্ব বাড়াতে হবে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে শোনা গেছে। আইসিসির বর্তমান আর্থিক মডেল অনুযায়ী, রাজস্ব থেকে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতি বছরের হিসেবে সেটা ২৭৫০ কোটি টাকারও বেশি। অন্যদিকে পিসিবি পায় ৫.৭৫ শতাংশ। বছরে সেটা ৪২৩ কোটির একটু বেশি।
২০২৫ থেকে ২০৩১—এই ৭ বছরে ভারতে আইসিসির ৪টি মেজর ইভেন্ট হওয়ার কথা। যার মধ্যে মেয়েদের একমাত্র টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। বাকি তিনটি হলো, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বাস্তব প্রমাণিত হলে এই চার টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল।
আইসিসি এখনো সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস হয়ে গেছে। টেলিগ্রাফের প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়নস ট্রফি। প্রস্তাবিত সূচির ১০০ দিন আগে ১১ নভেম্বর টুর্নামেন্টের সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও আইসিসি সেটা শেষ মুহূর্তে বাতিল করেছিল। কারণ, ভারত সরকারের থেকে অনুমতি না পাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি খেলতে তারা পাকিস্তানে যাবে না। নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব নয় বলে আইসিসিকে জানিয়েছিল বিসিসিআই।
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সমস্যার সমাধানে শুক্রবার আইসিসি ভার্চুয়াল বোর্ড সভা আয়োজন করেছিল। তবে সেটা হয়েছিল কেবল ১৫ মিনিট। কোনো সমাধান সেখানে আসেনি। সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পিসিবি সভাপতি মহসিন নাকভি গতকাল সংবাদমাধ্যমকে আকার-ইঙ্গিতে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে কথা বলেন। পিসিবি সভাপতি বলেন, ‘অনেক কিছুই তো চলছে। তবে এই মুহূর্তে বেশি কথা বলতে চাচ্ছি না। তাতে সবকিছু ভেস্তে যেতে পারে। আমাদেরটা আইসিসিকে জানিয়েছি। ভারত জানিয়েছে তাদের সিদ্ধান্ত।’
সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।
পাকিস্তানের মাঠে ম্যাচ আয়োজনের কথা থাকলে ভারতীয় ক্রিকেট দলের বাগড়া দেওয়ার ঘটনা তো নতুন কিছু নয়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তাই দুই দেশের মধ্যে বেঁধে গেছে ‘যুদ্ধ’। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় শোনা যাচ্ছে নানা কথা। এরই মধ্যে গতকাল ভারতের ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের দেওয়া ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাবে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবি কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে। শর্তগুলোর একটি হচ্ছে, ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। সেটা তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচসহ সেমিফাইনাল, ফাইনাল সব ম্যাচ। দ্বিতীয় শর্ত ভারত যদি গ্রুপ পর্বেই বিদায় নেয়, তাহলে সেমিফাইনাল, ফাইনাল লাহোরে আয়োজন করতে হবে। পিসিবির তিন নম্বর শর্ত, ভারতে ২০৩১ সাল পর্যন্ত কোনো আইসিসি ইভেন্ট হলে পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
হাইব্রিড মডেলের জন্য পিসিবির শর্ত মানা হলে আইসিসি থেকে পাকিস্তানের জন্য রাজস্ব বাড়াতে হবে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে শোনা গেছে। আইসিসির বর্তমান আর্থিক মডেল অনুযায়ী, রাজস্ব থেকে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতি বছরের হিসেবে সেটা ২৭৫০ কোটি টাকারও বেশি। অন্যদিকে পিসিবি পায় ৫.৭৫ শতাংশ। বছরে সেটা ৪২৩ কোটির একটু বেশি।
২০২৫ থেকে ২০৩১—এই ৭ বছরে ভারতে আইসিসির ৪টি মেজর ইভেন্ট হওয়ার কথা। যার মধ্যে মেয়েদের একমাত্র টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। বাকি তিনটি হলো, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বাস্তব প্রমাণিত হলে এই চার টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল।
আইসিসি এখনো সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস হয়ে গেছে। টেলিগ্রাফের প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়নস ট্রফি। প্রস্তাবিত সূচির ১০০ দিন আগে ১১ নভেম্বর টুর্নামেন্টের সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও আইসিসি সেটা শেষ মুহূর্তে বাতিল করেছিল। কারণ, ভারত সরকারের থেকে অনুমতি না পাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি খেলতে তারা পাকিস্তানে যাবে না। নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব নয় বলে আইসিসিকে জানিয়েছিল বিসিসিআই।
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সমস্যার সমাধানে শুক্রবার আইসিসি ভার্চুয়াল বোর্ড সভা আয়োজন করেছিল। তবে সেটা হয়েছিল কেবল ১৫ মিনিট। কোনো সমাধান সেখানে আসেনি। সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পিসিবি সভাপতি মহসিন নাকভি গতকাল সংবাদমাধ্যমকে আকার-ইঙ্গিতে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে কথা বলেন। পিসিবি সভাপতি বলেন, ‘অনেক কিছুই তো চলছে। তবে এই মুহূর্তে বেশি কথা বলতে চাচ্ছি না। তাতে সবকিছু ভেস্তে যেতে পারে। আমাদেরটা আইসিসিকে জানিয়েছি। ভারত জানিয়েছে তাদের সিদ্ধান্ত।’
সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
২ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৪ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৪ ঘণ্টা আগে