Ajker Patrika

ভারতে খেলার পক্ষে নন মিয়াঁদাদ

আপডেট : ২০ জুন ২০২৩, ১৮: ৪১
ভারতে খেলার পক্ষে নন মিয়াঁদাদ

২০২৩ এশিয়া কাপ নিয়ে যে জল ঘোলা হচ্ছিল, তার সমাধান হয়েছে গত সপ্তাহেই। ভেন্যু নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের সমস্যা দূর করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবু ভারতের প্রতি জাভেদ মিয়াঁদাদ এখনো অসন্তুষ্ট।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় পাকিস্তানে খেলতে রাজি হয় না ভারত। তখনই মুখোমুখি দাঁড়িয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর বিকল্প পরিকল্পনা হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি। এই হাইব্রিড মডেলের প্রস্তাবেও ভারত সহজে সাড়া দেয়নি। তারপর গত বৃহস্পতিবার পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলের ভিত্তিতে এসিসি জানিয়েছে, আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম বলা হয়েছে। তা ছাড়া আইসিসির খসড়া সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছিল পিসিবি। মাঠের বাইরের লড়াইয়ে ভারতের ‘জয়’ যেন মেনে নিতে পারছেন না মিয়াদাঁদ। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার পক্ষে নন পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার, ‘যদি আমি সিদ্ধান্ত নিতে পারতাম, সহজেই প্রত্যাখ্যান করতাম। ভারতে গিয়ে পাকিস্তান দল ২০১২ ও ২০১৬ তে খেলেছে। এখন তো ভারতের এসে পাকিস্তানে ক্রিকেট খেলা উচিত।’

২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর হামলার পর ভেন্যু হিসেবে পাকিস্তান একরকম নির্বাসিত হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। ২০১৯ থেকে পাকিস্তানে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। ভারত ছাড়া টেস্ট খেলুড়ে সব দলই পাকিস্তানে গিয়ে খেলেছে। ২০২২ ও ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পাকিস্তানে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। এ কথাই যেন ভারতে মনে করিয়ে দিলেন মিয়াঁদাদ, ‘আমাদের ক্রিকেট তাদের চেয়ে অনেক ভালো। প্রচুর টাকা-পয়সা ও মাঠ আমাদের আছে। আমরা কিছু প্রতিভাবান ক্রিকেটার তৈরি করছি, বিশ্বে যাদের খ্যাতি রয়েছে। মনে করি না ওখানে (ভারত) না গেলে এমন কিছু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত