Ajker Patrika

এগোলেন রেকর্ড গড়া খাজা, শীর্ষে রুট 

এগোলেন রেকর্ড গড়া খাজা, শীর্ষে রুট 

এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন উসমান খাজা। বিরল এক রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি। আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। আর শীর্ষে উঠেছেন জো রুট। 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ১৪১ রান করেন খাজা। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৫ তম সেঞ্চুরি এবং ইংল্যান্ডের মাঠে তা প্রথম। পাঁচদিনের টেস্টের প্রতিদিন ব্যাটিং করা ১৩ তম ব্যাটার হলেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্বিতীয়। দুই ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। এজবাস্টন টেস্টে ২০৬ রান করে হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে পাঁচ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন রুট। প্রথম ইনিংসে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ও দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৬ রান। 

রুট শীর্ষে ওঠায় সিংহাসন হারিয়েছেন মারনাস লাবুশেন। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার অ্যাশেজের প্রথম টেস্টে করেছেন ১৩ রান। ভালো পারফরম্যান্স না করায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে স্টিভ স্মিথ ও ট্রাভিড হেডের। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন হেড। চার ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন স্মিথ। 

টেস্টে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা বোলারদেরও জায়গা কিছুটা পরিবর্তন হয়েছে। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন ওলি রবিনসন ও নাথান লায়ন। পাঁচ ও ছয়ে আছেন রবিনসন ও লায়ন। এজবাস্টন টেস্টে রবিনসন নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে এক ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন প্যাট কামিন্স। ৪ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত