Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখা যাবে ৩০০ টাকায়, টিকিট পাবেন কোথায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৫: ৪৮
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ৩০০ টাকা।ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ৩০০ টাকা।ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২০ জুলাই। সিরিজের প্রথম ম্যাচের জন্য পরশু থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের ৭০ শতাংশ ছাড়া হবে অনলাইনে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। গ্যালারির অবস্থান অনুযায়ী টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইনের পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমেও কেনা যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। এরই মধ্যে বিসিবির সঙ্গে টিকিটিং পার্টনার হিসেবে ৩ কোটি টাকায় তিন বছরের জন্য চুক্তি করেছে মধুমতি ব্যাংক।

টিকিট বিক্রি নিয়ে আজ এক সংবাদ সম্মেলন হয়েছে মিরপুরে। বিসিবির বিপণন ও অর্থ বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম জানান, ‘পুরো স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। অন্যদিকে, সর্বোচ্চ ৩৫০০ টাকা দামের টিকিট নির্ধারণ করা হয়েছে দক্ষিণ করপোরেট বক্সের (ইন্টারন্যাশনাল লাউঞ্জ) জন্য।’ বাকি টিকিটগুলোর মূল্য হচ্ছে: নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড (ক্লাব হাউস দুই প্রান্ত): ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর ও দক্ষিণ প্রান্ত) ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড (ওপরতলা ও নিচতলা) ২৫০০ টাকা ও সর্বোচ্চ ৩৫০০ টাকায় খেলা দেখা যাবে আন্তর্জাতিক লাউঞ্জের দক্ষিণ প্রান্তে বসে। এমনকি ক্লাব হাউজের শহীদ মুশতাক স্ট্যান্ডের নিচতলা, ওপরতলা-দুই জায়গাতেই টিকিটের দাম ৮০০ টাকা।

বিসিবি জানায়, টিকিট অনলাইনে কেনা যাবে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে। একজন দর্শক একটি জাতীয় পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ পাবেন। এছাড়া ম্যাচের দিন স্টেডিয়ামে অবিক্রিত টিকিট বিক্রির জন্য থাকছে বিশেষ বুথের ব্যবস্থা।

মাঠে খেলা উপভোগ না করতে পারলেও চিন্তার কিছু নেই। পুরো সিরিজটি দেশে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি–স্পোর্টস। দেশের বাইরে দর্শকদের জন্যও থাকছে সরাসরি খেলা দেখার সুযোগ। ভারতীয় স্ট্রিমিং অ্যাপ ফ্যান কোড, ইউরোপের ট্যাপম্যাড এবং বাংলাদেশের ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম বাংলা টিভির গুড ডি থেকেও সরাসরি দেখা যাবে ম্যাচগুলো।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরে। ২২ ও ২৪ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত