শিরোপার শোকেস যে ভরপুর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ছেলেদের ও মেয়েদের ক্রিকেটে পাল্লা দিয়ে জিতছে একের পর এক আইসিসি ইভেন্ট। যেখানে মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ষষ্ঠবার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সর্বশেষ তিন মৌসুমের তিনটিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ আয়োজিত হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।শিরোপা ধরে রাখার লক্ষ্যে আবারই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়েদের। সূচি চূড়ান্ত না হলেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম পর্ব শুরু হবে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এবারের টুর্নামেন্ট হবে বাংলাদেশে। এর আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ওমেন্স প্রিমিয়ার লিগ শেষে মার্চের শেষে বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকেই যেন পাখির চোখ করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে হবে। উইকেট কেমন আচরণ করে, তা দেখে নেওয়ার সুযোগ থাকছে এই সফরে।’
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল সর্বশেষ এসেছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। সেবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি, জেস জোনাসেন—৯ বছর আগে বিশ্বকাপ জয়ী দলের চার ক্রিকেটার খেলছেন এখনো। স্পিনেও শক্তি বাড়াচ্ছে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়্যারহাম, জোনাসেন—তিন স্পিনারের সঙ্গে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার সোফি মোলিনিউক্স। যার মধ্যে মোলিনিউক্স, জোনাসেন—দুই ক্রিকেটার বাঁহাতি স্পিনার। ফ্লেগলার বলেন, ‘বাঁহাতি স্পিনার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আসলেই অনেক ভালো ব্যাপার। আমাদের দলে অনেক স্পিনার আছে। জেস জোনাসেন অথবা সোফি আমাদের সর্বশেষ সাত টুর্নামেন্টে ছিল।’
শিরোপার শোকেস যে ভরপুর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ছেলেদের ও মেয়েদের ক্রিকেটে পাল্লা দিয়ে জিতছে একের পর এক আইসিসি ইভেন্ট। যেখানে মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ষষ্ঠবার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সর্বশেষ তিন মৌসুমের তিনটিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ আয়োজিত হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।শিরোপা ধরে রাখার লক্ষ্যে আবারই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়েদের। সূচি চূড়ান্ত না হলেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম পর্ব শুরু হবে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এবারের টুর্নামেন্ট হবে বাংলাদেশে। এর আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ওমেন্স প্রিমিয়ার লিগ শেষে মার্চের শেষে বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকেই যেন পাখির চোখ করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে হবে। উইকেট কেমন আচরণ করে, তা দেখে নেওয়ার সুযোগ থাকছে এই সফরে।’
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল সর্বশেষ এসেছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। সেবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি, জেস জোনাসেন—৯ বছর আগে বিশ্বকাপ জয়ী দলের চার ক্রিকেটার খেলছেন এখনো। স্পিনেও শক্তি বাড়াচ্ছে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়্যারহাম, জোনাসেন—তিন স্পিনারের সঙ্গে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার সোফি মোলিনিউক্স। যার মধ্যে মোলিনিউক্স, জোনাসেন—দুই ক্রিকেটার বাঁহাতি স্পিনার। ফ্লেগলার বলেন, ‘বাঁহাতি স্পিনার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আসলেই অনেক ভালো ব্যাপার। আমাদের দলে অনেক স্পিনার আছে। জেস জোনাসেন অথবা সোফি আমাদের সর্বশেষ সাত টুর্নামেন্টে ছিল।’
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে