Ajker Patrika

জাতীয় পতাকা জড়িয়ে অস্ট্রেলিয়ার পথে নিথর ওয়ার্ন

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫: ৪৫
জাতীয় পতাকা জড়িয়ে অস্ট্রেলিয়ার পথে নিথর ওয়ার্ন

শেন ওয়ার্নের মৃত্যুর শোক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। তবু জাগতিক সবকিছু চলছে নিয়ম মেনেই। সেটিরই অংশ হিসেবে মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নেওয়া হচ্ছে ওয়ার্নের মরদেহ।

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়িয়ে বিশেষ ফ্লাইটে ব্যাংকক থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে ওয়ার্নের কফিন। অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ডে ছুটি কাটাতে এসেছিলেন একভাবে, যাচ্ছেন আরেকভাবে। আজ বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ওয়ার্নের মরদেহ বহনকারী বিমান থাইল্যান্ডের ডন মুয়েয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। থাই পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়েছে ওয়ার্নের কফিন।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তির শেষকৃত্য হবে। ভিক্টোরিয়া রাজ্য সরকার বিষয়টি নিশ্চিত করেছে আগেই। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি লেগ স্পিনারের শেষকৃত্য হবে এবং জনসাধারণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

ভিক্টোরিয়া রাজ্যের সরকারপ্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘ওয়ার্নকে বিদায় জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা পৃথিবীর আর কোথাও নেই। ভিক্টোরিয়ার জনগণ ৩০ মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে খেলাধুলায় অবদানের জন্য ওয়ার্নকে শ্রদ্ধা জানাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত