ক্রীড়া ডেস্ক
একবার নয়, ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার হিদার নাইট গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জীবন পেয়েছেন তিনবার। তিন তিনবার সুযোগ পেয়ে সেগুলো দুহাত ভরে লুফে নিয়েছেন। ইংল্যান্ডকে জেতানোর পর তিনি ‘ধন্যবাদ’ দিয়েছেন ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা গায়ত্রী ভেনুগোপালানকে।
নাইট যে গতকাল গুয়াহাটিতে কই মাছের প্রাণ নিয়ে খেলতে নেমেছেন, সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে, বিশ্বকাপের এই ম্যাচে তিনি ১৩ রানে আউট হতে হতেও যেভাবে বেঁচে গিয়েছেন, তাতে নিজেই হতভম্ব হয়ে গেছেন। ১৫তম ওভারের তৃতীয় বলে ফাহিমা খাতুনের বল সোজা কাভারের ওপর তুলে দিয়েছেন নাইট। স্বর্ণা আক্তার ডাইভ দিয়ে ক্যাচ ধরতেই নাইট ড্রেসিংরুমে হাঁটা দেন। কিন্তু মাঠের আম্পায়ারদের সন্দেহ থাকায় তৃতীয় আম্পায়ার গায়ত্রীর শরণ নিয়েছেন। টিভি রিপ্লে বারবার যাচাই করার পর নাইটকে দেওয়া হয়েছে নট আউট।
বেঁচে যাওয়া নাইট গতকাল ৩ নম্বরে নেমে ১১১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। তিনবার যে জীবন পেয়েছেন, সেটা নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘এক ইনিংসে তিনবার আউট হতে হতে বেঁচে গিয়েছি। আমার জন্য নতুন একধরনের অভিজ্ঞতা। ভেবেছিলাম বলটা হাতে জমে গিয়েছিল। ক্যাচটা যৌক্তিক ছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার দিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত।’
নাইট অবশ্য আউট হতে পারতেন রানের খাতা খোলার আগেই। গুয়াহাটিতে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে নেমে ২ ওভারে ১ উইকেটে ৬ রান করে ইংলিশরা। তৃতীয় ওভারের প্রথম বলে নাইটের বিপক্ষে কটবিহাইন্ডের আবেদন করেন মারুফা আক্তার। নাইট সঙ্গে সঙ্গে রিভিউ করেন। রিপ্লেতে দেখা যায়, বাংলাদেশি উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি ক্যাচ ঠিকমতো ধরেছেন ঠিকই, কিন্তু বল আগে ব্যাটে না প্যাডে লেগেছে, সেটা নিয়ে তৈরি হয় সন্দেহ। তৃতীয় আম্পায়ার গায়ত্রী নট আউট দিয়েছেন।
ব্যক্তিগত ৮ রানের সময় নাইট দ্বিতীয়বার জীবন পেয়েছেন। সপ্তম ওভারের পঞ্চম বলে নাইটের বিপক্ষে মারুফা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। নাইট রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে গেছে। আর ১৩ রানের সময় তো তৃতীয়বার জীবন পেয়েছেন নাইট। বাংলাদেশের বিপক্ষে ঘটনাবহুল এই ম্যাচ ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। ২ পয়েন্ট ও +০.৫৭৩ নেট রানরেট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে।
একবার নয়, ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার হিদার নাইট গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জীবন পেয়েছেন তিনবার। তিন তিনবার সুযোগ পেয়ে সেগুলো দুহাত ভরে লুফে নিয়েছেন। ইংল্যান্ডকে জেতানোর পর তিনি ‘ধন্যবাদ’ দিয়েছেন ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা গায়ত্রী ভেনুগোপালানকে।
নাইট যে গতকাল গুয়াহাটিতে কই মাছের প্রাণ নিয়ে খেলতে নেমেছেন, সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে, বিশ্বকাপের এই ম্যাচে তিনি ১৩ রানে আউট হতে হতেও যেভাবে বেঁচে গিয়েছেন, তাতে নিজেই হতভম্ব হয়ে গেছেন। ১৫তম ওভারের তৃতীয় বলে ফাহিমা খাতুনের বল সোজা কাভারের ওপর তুলে দিয়েছেন নাইট। স্বর্ণা আক্তার ডাইভ দিয়ে ক্যাচ ধরতেই নাইট ড্রেসিংরুমে হাঁটা দেন। কিন্তু মাঠের আম্পায়ারদের সন্দেহ থাকায় তৃতীয় আম্পায়ার গায়ত্রীর শরণ নিয়েছেন। টিভি রিপ্লে বারবার যাচাই করার পর নাইটকে দেওয়া হয়েছে নট আউট।
বেঁচে যাওয়া নাইট গতকাল ৩ নম্বরে নেমে ১১১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। তিনবার যে জীবন পেয়েছেন, সেটা নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘এক ইনিংসে তিনবার আউট হতে হতে বেঁচে গিয়েছি। আমার জন্য নতুন একধরনের অভিজ্ঞতা। ভেবেছিলাম বলটা হাতে জমে গিয়েছিল। ক্যাচটা যৌক্তিক ছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার দিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত।’
নাইট অবশ্য আউট হতে পারতেন রানের খাতা খোলার আগেই। গুয়াহাটিতে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে নেমে ২ ওভারে ১ উইকেটে ৬ রান করে ইংলিশরা। তৃতীয় ওভারের প্রথম বলে নাইটের বিপক্ষে কটবিহাইন্ডের আবেদন করেন মারুফা আক্তার। নাইট সঙ্গে সঙ্গে রিভিউ করেন। রিপ্লেতে দেখা যায়, বাংলাদেশি উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি ক্যাচ ঠিকমতো ধরেছেন ঠিকই, কিন্তু বল আগে ব্যাটে না প্যাডে লেগেছে, সেটা নিয়ে তৈরি হয় সন্দেহ। তৃতীয় আম্পায়ার গায়ত্রী নট আউট দিয়েছেন।
ব্যক্তিগত ৮ রানের সময় নাইট দ্বিতীয়বার জীবন পেয়েছেন। সপ্তম ওভারের পঞ্চম বলে নাইটের বিপক্ষে মারুফা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। নাইট রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে গেছে। আর ১৩ রানের সময় তো তৃতীয়বার জীবন পেয়েছেন নাইট। বাংলাদেশের বিপক্ষে ঘটনাবহুল এই ম্যাচ ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। ২ পয়েন্ট ও +০.৫৭৩ নেট রানরেট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে।
শারজায় রোববার রাতে ৬ উইকেটে জিতে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আজ আফগানদের বিপক্ষে খেলতে নামবে ওয়ানডে সিরিজে। যদিও আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লা শাহিদী কোনো দলকেই ফেবারিট মানছেন না।
৫ মিনিট আগেফিফার টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এবারই প্রথম ফিফার কোনো স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো তাঁকে।
২১ মিনিট আগেএকসময়ের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতে প্রতিপক্ষকে বলে-কয়ে হারাত বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ যে খেলার সুযোগ পেয়েছিল, সেটা তখন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই। সেই সোনালি অতীত পেছনে ফেলে ওয়ানডেতে এখন ধুঁকছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের ভালো সময় কাটলেও বিপরীত চিত্র ওয়ানডেতে। নেতৃত্ব হাতে পেয়ে শুরুটা ভালো হয়নি মেহেদী হাসান মিরাজের । গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারতে হয়েছে সিরিজ। এর আগে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া
২ ঘণ্টা আগে