Ajker Patrika

বাবর-শাহিনকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৪: ০৪
টানা ৩ টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে বাবর-শাহিন। ছবি: এএফপি
টানা ৩ টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে বাবর-শাহিন। ছবি: এএফপি

তাহলে কি টি-টোয়েন্টি দলে উপেক্ষিত থাকবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। ইঙ্গিত তেমনই মিলছে। বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাঁদের।

সালমান আলী আগার নেতৃত্বের আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফেরানো হয়েছে মোহাম্মদ নাওয়াজ, আব্বাস আফ্রিদি ও বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম। নতুন মুখ সালমান মির্জা। বাঁহাতি এই পেসার পিএসএলের গত আসরে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট।

চোটের কারণে দলে সুযোগ পাননি তারকা পেসার হারিস রউফ। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন তিনি। তবে বাবর, রিজওয়ান ও শাহিনকে এনিয়ে টানা তিন সিরিজের দলে বিবেচনা করা হয়নি।  

তিন ম্যাচের সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০,২২ ও ২৪ জুলাই হবে ম্যাচ তিনটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লড়াইটা এবার তাই প্রতিশোধেরও!

পাকিস্তান দল: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত