Ajker Patrika

সাব্বির ফেরায় খুশি ওয়াসিম জাফর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাব্বির ফেরায় খুশি ওয়াসিম জাফর 

প্রায় তিন বছর পর এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ঢুকেছেন সাব্বির রহমান। যদিও একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তবে সাব্বিরকে দলে ফিরতে দেখে খুশি হয়েছেন ওয়াসিম জাফর। সাবেক এই ভারতীয় ওপেনার বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। 

বিকেএসপির পর্ব কাটিয়ে এখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন ওয়াসিম। সাব্বিরকে নিয়ে তিনি বলেন, ‘সাব্বির রহমান আবারও দলে ফিরেছে দেখে আমি খুশি। আমি মনে করি, সে খুবই ভালো একজন ক্রিকেটার। কিন্তু বাকি ক্রিকেটারদেরও জ্বলে উঠতে হবে।’ 

টি-টোয়েন্টিতে এমনিতে ধারাবাহিক না বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে আরও বাজে অবস্থা তাদের। ব্যর্থতা থেকে বেরোতে নতুন করে সব ঢেলে সাজানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরণ শ্রীরাম। অধিনায়কত্বেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের হাতে। বাংলাদেশ দল নিয়ে ওয়াসিম বলেন, ‘আমি মনে করি, তাদের (বাংলাদেশ) সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব একটা ভালো না। কিন্তু আপনি জানেন, তাদের কিছু ভালো ক্রিকেটার আছে। একই সঙ্গে সাকিব অধিনায়কের দায়িত্ব নিয়েছে।’ 

খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ওয়াসিমের। তিনি বলেন, ‘আপনি জানেন, টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। আমি মনে করি, বর্তমান বাংলাদেশ দল খুবই ভালো। তবে মাঠের ক্রিকেটে প্রতিভার প্রতিফলন ঘটাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত