নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পনসর নেই বাংলাদেশ দলের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ এবং ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ছিল না স্পনসর। একটু দেরি হলেও অবশেষে জাতীয় দলের জন্য নতুন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পনসর হয়ে আসছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। পৃষ্ঠপোষকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু।
বিসিবি সূত্র জানিয়েছে, সাড়ে ৩ বছরের চুক্তি রবির সঙ্গে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত এ চুক্তি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যাবে তাদের। রবি অবশ্য এবারই নয়, এর আগেও জাতীয় দলের স্পনসর ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। তারা আবার যুক্তও হলো বিসিবির সঙ্গে।
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।
রবির সঙ্গে বিসিবির স্পনসরশিপ-ইনিংস বেশ পুরোনো। ২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে দুই পক্ষ ২০১৭ সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল। জানা গিয়েছিল, নতুন দুই বছরের চুক্তির বিনিময়মূল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অফিশিয়াল স্পনসর ছিল রবি। তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই ৷
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পনসর নেই বাংলাদেশ দলের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ এবং ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ছিল না স্পনসর। একটু দেরি হলেও অবশেষে জাতীয় দলের জন্য নতুন স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’ আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পনসর হয়ে আসছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। পৃষ্ঠপোষকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু।
বিসিবি সূত্র জানিয়েছে, সাড়ে ৩ বছরের চুক্তি রবির সঙ্গে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত এ চুক্তি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যাবে তাদের। রবি অবশ্য এবারই নয়, এর আগেও জাতীয় দলের স্পনসর ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। তারা আবার যুক্তও হলো বিসিবির সঙ্গে।
সর্বশেষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। ২০২১ সালের ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ। বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয়।
রবির সঙ্গে বিসিবির স্পনসরশিপ-ইনিংস বেশ পুরোনো। ২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে দুই পক্ষ ২০১৭ সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল। জানা গিয়েছিল, নতুন দুই বছরের চুক্তির বিনিময়মূল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অফিশিয়াল স্পনসর ছিল রবি। তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই ৷
বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার।
১ ঘণ্টা আগে৫০ ওভারের ম্যাচে মেয়েদের জাতীয় দল ৩৮ ওভারেই অলআউট। এক শর নিচে ৯৪ রানে অলআউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছেন মেয়েরা। হেরেছেন অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে।
১ ঘণ্টা আগেকেশব মহারাজের ঘূর্ণিতে গতকাল নাকাল হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৮ রানে হেরেছে অজিরা। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মহারাজ। ২১ মাস পর ফিরে পেলেন হারানো সিংহাসন।
২ ঘণ্টা আগেচোটের কারণে খেলোয়াড়দের সিরিজ মিস করার ঘটনা খুবই পরিচিত। বিশেষ করে, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকাররা প্রায়ই চোটে পড়ে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে যান। এমনকি তাসকিনকে বিসিবি খেলাচ্ছে বিশ্রামনীতি মেনে। এবার বোর্ড ক্রিকেটারদের চিকিৎসার বিষয়ে নিচ্ছে নতুন উদ্যোগ।
২ ঘণ্টা আগে