মিরপুর থেকে সিলেট-দুই মাসের ব্যবধানে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুটি সিরিজকেই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে মানকাডিং। ভেন্যু, ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে ঘটনার ধরনেও রয়েছে ভিন্নতা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। ওভারটি করছিলেন এজাজ প্যাটেল। ব্যাটিং করছিলেন মাহমুদুল হাসান জয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল যখন প্যাটেল করেন, সে সময় নন স্ট্রাইক প্রান্ত থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন মুমিনুল। প্যাটেল বোলিং করার সময় রান আপ হারিয়ে ফেলেছিলেন। হাসি দিয়ে প্যাটেল তখন মুমিনুলের দিকে মুচকি হাসি দেন। মানকাডিং আর করা হয়নি। ১৩ রানে বেঁচে যাওয়া মুমিনুল করেন ৩৭ রান।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬ তম ওভারে চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার সোধি দাগের বাইরে বেরিয়ে যান। বল রিলিজ না করে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেন হাসান। পরে রিভিউতেও দেখা যায়, সোধি নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। পরে তৎকালীন অধিনায়ক লিটন দাস ফিরিয়ে এনেছিলেন সোধিকে। ১৭ রানে বেঁচে যাওয়া সোধি করেন ৩৫ রান।
মিরপুর থেকে সিলেট-দুই মাসের ব্যবধানে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুটি সিরিজকেই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে মানকাডিং। ভেন্যু, ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে ঘটনার ধরনেও রয়েছে ভিন্নতা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। ওভারটি করছিলেন এজাজ প্যাটেল। ব্যাটিং করছিলেন মাহমুদুল হাসান জয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল যখন প্যাটেল করেন, সে সময় নন স্ট্রাইক প্রান্ত থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন মুমিনুল। প্যাটেল বোলিং করার সময় রান আপ হারিয়ে ফেলেছিলেন। হাসি দিয়ে প্যাটেল তখন মুমিনুলের দিকে মুচকি হাসি দেন। মানকাডিং আর করা হয়নি। ১৩ রানে বেঁচে যাওয়া মুমিনুল করেন ৩৭ রান।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬ তম ওভারে চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার সোধি দাগের বাইরে বেরিয়ে যান। বল রিলিজ না করে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেন হাসান। পরে রিভিউতেও দেখা যায়, সোধি নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। পরে তৎকালীন অধিনায়ক লিটন দাস ফিরিয়ে এনেছিলেন সোধিকে। ১৭ রানে বেঁচে যাওয়া সোধি করেন ৩৫ রান।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে