Ajker Patrika

বাবরের বাবাকে এবার একহাত নিলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বাবর আজম ও তাঁর বাবা আজম সিদ্দিক। ছবি: সংগৃহীত
বাবর আজম ও তাঁর বাবা আজম সিদ্দিক। ছবি: সংগৃহীত

খেলোয়াড়দের দুঃসময়ে পরিবারের ঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা খুবই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে হোক বা কোনো কথার মাধ্যমে বাবা-মা থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা, আত্মীয়স্বজন সবাই সেই খেলোয়াড়ের পাশে দাঁড়ান। বাবর আজমের বাবাও করেছেন এমন কিছু। তবে বাবরের বাবার কাজটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্য ৪ মার্চ দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে দলে জায়গা হলেও টি-টোয়েন্টি সিরিজে বাবরকে নেওয়া হয়নি। ঠিক তার পরের দিন ইনস্টাগ্রামে বিশাল এক পোস্ট দেন বাবরের বাবা আজম সিদ্দিক। আজম সিদ্দিকের দেওয়া পোস্টের সারমর্ম অনেকটা এরকম, ‘সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়দের কাছে আমার অনুরোধ, কথা বলার সময় সতর্ক থাকুন। কেউ জবাব দিলে হয়তো সেটা সহ্য করার মতো হবে না।’

আকমলের মতে বাবরের বাবা যে কাজটা করেছেন, সেটা পিসিবির জন্য অপমানজনক। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে এক টকশোতে আকমল বলেন, ‘পিসিবির কর্মপরিকল্পনা নিয়ে কখনো পরিবারের মন্তব্য করা উচিত না। পরিবারের লোক হোক বা অন্য কোনো ক্রিকেটার, পিসিবির পলিসি নিয়ে মন্তব্য করা ভালো দেখায় না। এটা পিসিবির জন্য অপমানজনক।’

আজম সিদ্দিকের ব্যাপারে কথা বলতে নিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও আকমল কথা বলেন। ৪৩ বছর বয়সী পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমিও তো বাজে সময়ের মধ্য দিয়ে গিয়েছি। তবে আমি বাবা ও আমার ভাইদের বলেছি, তোমাদের কোনো উত্তর দেওয়া লাগবে না। তোমাদের কাজ তোমরা কর। এটা আমার ব্যাপার। আমার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা পিসিবি ভালো বুঝবে। আমার মতে প্রত্যেক পরিবারের এটা অনুসরণ করা উচিত।’

ক্রাইস্টচার্চে ১৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পাঁচ ম্যাচ হবে পাঁচ ভেন্যুতে। ১৮, ২১, ২৩ ও ২৬ মার্চ ডানেডিন, অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ চার টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নেপিয়ারে শুরু হবে ২৯ মার্চ। ২ ও ৫ এপ্রিল হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

বাবরের মতো আরেক পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানেরও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা এবং সহ-অধিনায়ক শাদাব খান। তবে ওয়ানডে সিরিজে বাবর, রিজওয়ান দুজনই থাকছেন। ওয়ানডে দলের অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত