এবারের বিশ্বকাপ যে রানবন্যার হতে যাচ্ছে, সেটি আগেই বোঝা গিয়েছিল। ভারতে সেই কথা রাখছে দলগুলো। ইতিমধ্যে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের ম্যাচও হয়ে গেছে। হয়ে গেছে বিশ্বকাপের দ্রুততম দুই সেঞ্চুরিও।
এমন ব্যাটিং-বান্ধব উইকেটে খুব বেশি সুবিধা করতে পারছেন না বোলাররা। তাঁদের ‘নির্বিষ’ করে ফেলে একের পর এক সেঞ্চুরি করছেন ব্যাটাররা। বোলারদের জন্য উইকেটে কিছুই না থাকায় হতাশ অনেকে। বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদও সেই দলে।
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বাংলাদেশর। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনসে ডাচদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ তাসকিন জানালেন, ভারতের ব্যাটিং-স্বর্গে বোলারদের জন্য কিছুই নেই। কাঁধের চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফিরছেন ২৮ বছর বয়সী তারকা। দুই দল বিশ্বকাপে এখন পর্যন্ত জিতেছে মাত্র একটি করে ম্যাচ। হাতেকলমে এখনো বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ আছে বটে তাদের, তবে সেটি বেশ ক্ষীণ।
তবে ব্যর্থতার বৃত্ত ভেঙে ডাচদের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও পরের চার ম্যাচে মোটেও লড়াই করতে পারেননি সাকিব আল হাসানরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখাতে পারেনি জাদু। তবে জাদু দেখাতে না পারার দোষটা ভারতের ব্যাটিং-বান্ধব উইকেটকে দিলেন তাসকিন, ‘বোলারদের জন্য এখানে কিছুই নেই। এখানের সব ভেন্যু একেবারে ব্যাটিং-স্বর্গ।’
এবারের বিশ্বকাপে তাসকিন যে তিন ম্যাচ খেলেছেন ১২৬ রান দিয়ে নিয়েছেন মাত্র ৩ উইকেট। এখানকার উইকেটে ভালো করার জন্য অনেক দক্ষতা থাকা প্রয়োজন মনে করেন বাংলাদেশি পেসার, ‘আপনার ভিন্ন দক্ষতা ও ম্যাচ নিয়ে সচেতনতা দরকার। এই ধরনের উইকেটে ভালো করতে হলে খুব বেশি দক্ষতা প্রয়োজন হবে আপনার।
এবারের বিশ্বকাপ যে রানবন্যার হতে যাচ্ছে, সেটি আগেই বোঝা গিয়েছিল। ভারতে সেই কথা রাখছে দলগুলো। ইতিমধ্যে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের ম্যাচও হয়ে গেছে। হয়ে গেছে বিশ্বকাপের দ্রুততম দুই সেঞ্চুরিও।
এমন ব্যাটিং-বান্ধব উইকেটে খুব বেশি সুবিধা করতে পারছেন না বোলাররা। তাঁদের ‘নির্বিষ’ করে ফেলে একের পর এক সেঞ্চুরি করছেন ব্যাটাররা। বোলারদের জন্য উইকেটে কিছুই না থাকায় হতাশ অনেকে। বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদও সেই দলে।
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বাংলাদেশর। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনসে ডাচদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ তাসকিন জানালেন, ভারতের ব্যাটিং-স্বর্গে বোলারদের জন্য কিছুই নেই। কাঁধের চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফিরছেন ২৮ বছর বয়সী তারকা। দুই দল বিশ্বকাপে এখন পর্যন্ত জিতেছে মাত্র একটি করে ম্যাচ। হাতেকলমে এখনো বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ আছে বটে তাদের, তবে সেটি বেশ ক্ষীণ।
তবে ব্যর্থতার বৃত্ত ভেঙে ডাচদের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও পরের চার ম্যাচে মোটেও লড়াই করতে পারেননি সাকিব আল হাসানরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখাতে পারেনি জাদু। তবে জাদু দেখাতে না পারার দোষটা ভারতের ব্যাটিং-বান্ধব উইকেটকে দিলেন তাসকিন, ‘বোলারদের জন্য এখানে কিছুই নেই। এখানের সব ভেন্যু একেবারে ব্যাটিং-স্বর্গ।’
এবারের বিশ্বকাপে তাসকিন যে তিন ম্যাচ খেলেছেন ১২৬ রান দিয়ে নিয়েছেন মাত্র ৩ উইকেট। এখানকার উইকেটে ভালো করার জন্য অনেক দক্ষতা থাকা প্রয়োজন মনে করেন বাংলাদেশি পেসার, ‘আপনার ভিন্ন দক্ষতা ও ম্যাচ নিয়ে সচেতনতা দরকার। এই ধরনের উইকেটে ভালো করতে হলে খুব বেশি দক্ষতা প্রয়োজন হবে আপনার।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে