নিজের ৩৫তম জন্মদিনের দিনই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে আজ শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রান করেছেন কোহলি। তাঁর এই রেকর্ড গড়া সেঞ্চুরির রান করতেই হিমশিম খাচ্ছে প্রোটিয়ারা। ৭০ রান জমা করার আগেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট।
৩২৬ রানের লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সিরাজকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন কুইন্টন ডি কক। ১০ বলে ১ চারে ৫ রান করেছেন ডি কক। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১.৪ ওভারে ১ উইকেটে ৬ রান। এরপর ব্যাটিংয়ে আসেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে ধীরেসুস্থে এগোচ্ছিলেন ডুসেন। তবে এই জুটি বেশি বড় হতে দেননি রবীন্দ্র জাদেজা। নবম ওভারের তৃতীয় বলে বাভুমাকে অসাধারণ এক আর্ম ডেলিভারিতে বোল্ড করেছেন জাদেজা। ১৯ বলে ১ চারে ১১ রান করেছেন বাভুমা। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ১৬ রানের জুটি গড়েছিলেন বাভুমা ও ডুসেন।
ডি কক, বাভুমা-দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন এইডেন মার্করাম। দশম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মোহাম্মদ শামিকে টানা দুটি চার মেরেছেন মার্করাম। একই ওভারের পঞ্চম বলে মার্করামকে ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেছেন শামি। ৬ বলে ২ চারে ৯ রান করা মার্করাম বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। প্রথম পাওয়ারপ্লের শেষ বলে ব্যাটিংয়ে নেমে বলটা ডট নিয়েছেন হেনরিখ ক্লাসেন।
তবে উইকেটে এসেও ক্লাসেন বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৩তম ওভারের পঞ্চম বলে ক্লাসেনের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন জাদেজা। আম্পায়ার সাড়া না দেওয়ায় তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউ দেখে আউট ঘোষণা করেছেন তৃতীয় আম্পায়ার। ডুসেনের উইকেটও ভারতকে নিতে হয়েছে রিভিউর সাহায্য নিয়ে। ১৪তম ওভারের প্রথম বলে ডুসেনকে এলবিডব্লু করে আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউর দাবি করেছিলেন শামি। শামির সঙ্গে একমত ছিলেন রাহুলও। এরপর রোহিত রিভিউ নেওয়ার পর আউট হয়েছেন ডুসেন।
ক্লাসেন, ডুসেনের দ্রুত বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৩.১ ওভারে ৫ উইকেটে ৪০ রান। এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলার-মার্কো ইয়ানসেন ২০ বলে ১৯ রানের জুটি গড়েছেন। মিলারের উইকেট পড়ায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের সামান্যতম আশাটুকুও শেষ হয়ে যায়। ১৭তম ওভারের তৃতীয় বলে জাদেজাকে প্যাডল সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন মিলার। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটার। এক ওভার বিরতিতে এসে জাদেজা বোল্ড করেছেন কেশব মহারাজ। জাদেজা দ্রুত ২ উইকেট তুলে নেওয়ায় প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৭ উইকেটে ৬৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ২২ ওভারে ৭ উইকেটে করেছে ৭০ রান। মার্কো ইয়ানসেন ৮ রানে অপরাজিত আছেন। আর ৩ রানে ব্যাটিং করছেন কাগিসো রাবাদা।
নিজের ৩৫তম জন্মদিনের দিনই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে আজ শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রান করেছেন কোহলি। তাঁর এই রেকর্ড গড়া সেঞ্চুরির রান করতেই হিমশিম খাচ্ছে প্রোটিয়ারা। ৭০ রান জমা করার আগেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট।
৩২৬ রানের লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সিরাজকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন কুইন্টন ডি কক। ১০ বলে ১ চারে ৫ রান করেছেন ডি কক। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১.৪ ওভারে ১ উইকেটে ৬ রান। এরপর ব্যাটিংয়ে আসেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে ধীরেসুস্থে এগোচ্ছিলেন ডুসেন। তবে এই জুটি বেশি বড় হতে দেননি রবীন্দ্র জাদেজা। নবম ওভারের তৃতীয় বলে বাভুমাকে অসাধারণ এক আর্ম ডেলিভারিতে বোল্ড করেছেন জাদেজা। ১৯ বলে ১ চারে ১১ রান করেছেন বাভুমা। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ১৬ রানের জুটি গড়েছিলেন বাভুমা ও ডুসেন।
ডি কক, বাভুমা-দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন এইডেন মার্করাম। দশম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মোহাম্মদ শামিকে টানা দুটি চার মেরেছেন মার্করাম। একই ওভারের পঞ্চম বলে মার্করামকে ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেছেন শামি। ৬ বলে ২ চারে ৯ রান করা মার্করাম বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। প্রথম পাওয়ারপ্লের শেষ বলে ব্যাটিংয়ে নেমে বলটা ডট নিয়েছেন হেনরিখ ক্লাসেন।
তবে উইকেটে এসেও ক্লাসেন বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৩তম ওভারের পঞ্চম বলে ক্লাসেনের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন জাদেজা। আম্পায়ার সাড়া না দেওয়ায় তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউ দেখে আউট ঘোষণা করেছেন তৃতীয় আম্পায়ার। ডুসেনের উইকেটও ভারতকে নিতে হয়েছে রিভিউর সাহায্য নিয়ে। ১৪তম ওভারের প্রথম বলে ডুসেনকে এলবিডব্লু করে আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউর দাবি করেছিলেন শামি। শামির সঙ্গে একমত ছিলেন রাহুলও। এরপর রোহিত রিভিউ নেওয়ার পর আউট হয়েছেন ডুসেন।
ক্লাসেন, ডুসেনের দ্রুত বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৩.১ ওভারে ৫ উইকেটে ৪০ রান। এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলার-মার্কো ইয়ানসেন ২০ বলে ১৯ রানের জুটি গড়েছেন। মিলারের উইকেট পড়ায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের সামান্যতম আশাটুকুও শেষ হয়ে যায়। ১৭তম ওভারের তৃতীয় বলে জাদেজাকে প্যাডল সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন মিলার। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটার। এক ওভার বিরতিতে এসে জাদেজা বোল্ড করেছেন কেশব মহারাজ। জাদেজা দ্রুত ২ উইকেট তুলে নেওয়ায় প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৭ উইকেটে ৬৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ২২ ওভারে ৭ উইকেটে করেছে ৭০ রান। মার্কো ইয়ানসেন ৮ রানে অপরাজিত আছেন। আর ৩ রানে ব্যাটিং করছেন কাগিসো রাবাদা।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
৪ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
৬ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১০ ঘণ্টা আগে