লর্ডসে দ্বিতীয় টেস্টের পর শেষ হয়েছে হেডিংলিতে তৃতীয় টেস্টও। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তবু দুই সপ্তাহ আগে শেষ হওয়া এই টেস্ট নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। লর্ডস টেস্ট নিয়ে এখনো শোনা যাচ্ছে অনেক কথা।
২ জুলাই ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। প্রথম সেশন শেষ হতে না হতেই জনি বেয়ারস্টোর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। এমনকি লাঞ্চের সময়ও এর (বেয়ারস্টোর আউট) রেশ দেখা গেছে। ডাইনিং রুমে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বলে জানিয়েছেন নাথান লায়ন। লাঞ্চ রুমের সেই ঘটনার ব্যাপারে উইলো টক ক্রিকেট পডকাস্টে লায়ন বলেন, ‘লাঞ্চরুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ছিলেন। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরিস্থিতি ঠান্ডা করতে আমাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়েছিল।’
লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটিও হয়েছে। এই ঘটনায় তিনজনকে বহিষ্কার করে এমসিসি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণে একজন দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার বলেন, ‘মেম্বার্স এরিয়া থেকে আমার কাছে এক বৃদ্ধা এসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার তো বাড়ি যেতে হবে। লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষমা চাইছি।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন ননস্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলাপ-আলোচনা-কথাবার্তা হয়েছে। এমনকি সুযোগ পেলে এমন আউট আবারও করার কথা জানিয়েছেন ক্যারি।
টেস্ট ক্যারিয়ারে টানা ১০০ ম্যাচ খেলার রেকর্ড লায়ন গড়েন লর্ডস টেস্টে। এরপর চোটে পড়ে অ্যাশেজই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার এই স্পিনারের। এবারের অ্যাশেজে ২ টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৪৯৬ উইকেট।
লর্ডসে দ্বিতীয় টেস্টের পর শেষ হয়েছে হেডিংলিতে তৃতীয় টেস্টও। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তবু দুই সপ্তাহ আগে শেষ হওয়া এই টেস্ট নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। লর্ডস টেস্ট নিয়ে এখনো শোনা যাচ্ছে অনেক কথা।
২ জুলাই ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। প্রথম সেশন শেষ হতে না হতেই জনি বেয়ারস্টোর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। এমনকি লাঞ্চের সময়ও এর (বেয়ারস্টোর আউট) রেশ দেখা গেছে। ডাইনিং রুমে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বলে জানিয়েছেন নাথান লায়ন। লাঞ্চ রুমের সেই ঘটনার ব্যাপারে উইলো টক ক্রিকেট পডকাস্টে লায়ন বলেন, ‘লাঞ্চরুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ছিলেন। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরিস্থিতি ঠান্ডা করতে আমাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়েছিল।’
লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটিও হয়েছে। এই ঘটনায় তিনজনকে বহিষ্কার করে এমসিসি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণে একজন দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার বলেন, ‘মেম্বার্স এরিয়া থেকে আমার কাছে এক বৃদ্ধা এসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার তো বাড়ি যেতে হবে। লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষমা চাইছি।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন ননস্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলাপ-আলোচনা-কথাবার্তা হয়েছে। এমনকি সুযোগ পেলে এমন আউট আবারও করার কথা জানিয়েছেন ক্যারি।
টেস্ট ক্যারিয়ারে টানা ১০০ ম্যাচ খেলার রেকর্ড লায়ন গড়েন লর্ডস টেস্টে। এরপর চোটে পড়ে অ্যাশেজই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার এই স্পিনারের। এবারের অ্যাশেজে ২ টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৪৯৬ উইকেট।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে