Ajker Patrika

ওমানেও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট : ০৬ জুন ২০২১, ১৬: ৩৮
ওমানেও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকা: ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। শোনা যাচ্ছে, আরব আমিরাতের সঙ্গে সহ আয়োজক হিসেবে থাকতে পারে ওমানও।

করোনা বাধায় পিছিয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএল। যেখানে পিএসএলের ম্যাচ বাকি ২০টি ও আইপিএলের বাকি ৩১টি ম্যাচ। ৯ জুন আবুধাবিতে পুনরায় শুরু হওয়া পিএসএল শেষ হবে ২৪ জুন। আর সেপ্টেম্বর-অক্টোবরে নতুন করে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের ৩১ ম্যাচ। আইপিএল শেষের পর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরব আমিরাতে ক্রিকেট স্টেডিয়াম তিনটি: দুবাই, আবুধাবি, শারজাহ। এই তিন মাঠের ওপর যেন বেশি চাপ না পড়ে সে জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হতে পারে ওমান। যেখানে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কয়েকজন কর্মকর্তার সঙ্গে ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি কথা বলেছেন। সেটা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচও ওমানের রাজধানী মাসকটের ওমান ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে হতে পারে।

টি-টোয়েন্টি বাছাই পর্বে খেলবে আটটি দল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ওমান, বাংলাদেশ, নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। বাছাই পর্ব হবে ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর। এখান থেকে ৪টি দল খেলবে সুপার টুয়েলভে যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান-র‍্যাঙ্কিংয়ের এই শীর্ষ আট দল এরই মধ্যে উঠে গেছে। সুপার টুয়েলভ শুরু হচ্ছে ২৪ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত