হোক না টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে তা সব সময়ই খুব চাপের ব্যাপার। তা-ও যদি হয় ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে, ক্রিকেট নিয়ে যেখানে এত উন্মাদনা, গ্যালারি থাকে দর্শকপূর্ণ, সেখানে অধিনায়কত্বের চাপের কথা না বললেও চলছে। অথচ সূর্যকুমার যাদবকে দেখে কি তা বোঝার উপায় আছে? আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম নেতৃত্ব যেন তিনি উপভোগ করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমারের কাঁধে দেওয়া হয় ভারতীয় দলের দায়িত্ব। বিশাখাপত্তনমে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সূর্য। শুরুতে ব্যাটিং পেয়ে ভারতের ওপর তাণ্ডব চালায় অস্ট্রেলিয়া। অজি ব্যাটার জশ ইংলিশ ৫০ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বিধ্বংসী ইনিংস খেলার পথে ইংলিশের একের পর এক বাউন্ডারি দেখেও কোনো রকম বিচলিত হচ্ছিলেন না সূর্যকুমার। এমনকি রবি বিষ্ণুই সহজ এক রানআউটের সুযোগ হাতছাড়া করলেও তা দেখে হাসছিলেন সূর্য। শেষ পর্যন্ত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২০৮ রান করে।
২০৯ রান তাড়া করতে নেমেও ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২২ রান। এমন পরিস্থিতিতে ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন সূর্য। ব্যাটিংয়ে নেমেই পাল্টা আক্রমণে অজি বোলারদের ভড়কে দিচ্ছিলেন তিনি। তাঁকে (সূর্য) দেখাদেখি শুরুতে রয়েসয়ে খেলা ইশান কিষানও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তৃতীয় উইকেটে ৬০ বলে ১১২ রানের জুটি গড়েন সূর্য ও ইশান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে ভারতের জয়ে অবদান রেখেছেন সূর্য। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ-সেরা। অধিনায়কত্বের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘অধিনায়কত্বের বোঝা ড্রেসিংরুমেই ফেলে এসেছি। আমার কাছে এটা গর্বের বিষয়। যখন আপনি ভারতের প্রতিনিধিত্ব করবেন, তা খুবই গর্বের। আমার খেলাটা উপভোগের চেষ্টা করি। সেটা আমি ১০ অথবা ৪০ বল—যা-ই খেলি না কেন।’
সূর্যকুমার আউট হওয়ার পর ভারতের শেষ ১৪ বলে দরকার ছিল ১৫ রান। হাতে কখনো ৫ উইকেট রয়েছে। এমন পরিস্থিতিতে নাটকীয়ভাবে ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। ভারতকে ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে মাঠ ছাড়েন রিংকু সিং। ১৪ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন রিংকু। সতীর্থদের প্রশংসা করে সূর্য বলেন, ‘আমি তাদের বলেছিলাম যে খেলা যেন বেশি দূর না যায়। তারা যেভাবে স্নায়ুচাপ সামলে খেলেছে, তা দেখার জন্য দারুণ ছিল। রিংকুর ব্যাটিং আমাকেও স্বস্তি দিয়েছে।’
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি শুরুর আগেই অবশ্য এক অদ্ভুত ঘটনা ঘটেছে সূর্যকুমারের সঙ্গে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে যখন সংবাদ সম্মেলন করেন, তখন মাত্র দুজন সাংবাদিক ছিলেন। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বেশ অবাকই হয়েছেন তখন। অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচে কমপক্ষে ১০০ জন সাংবাদিক ছিলেন দলটির অধিনায়ক রোহিত শর্মার সংবাদ সম্মেলনে।
হোক না টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে তা সব সময়ই খুব চাপের ব্যাপার। তা-ও যদি হয় ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে, ক্রিকেট নিয়ে যেখানে এত উন্মাদনা, গ্যালারি থাকে দর্শকপূর্ণ, সেখানে অধিনায়কত্বের চাপের কথা না বললেও চলছে। অথচ সূর্যকুমার যাদবকে দেখে কি তা বোঝার উপায় আছে? আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম নেতৃত্ব যেন তিনি উপভোগ করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমারের কাঁধে দেওয়া হয় ভারতীয় দলের দায়িত্ব। বিশাখাপত্তনমে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সূর্য। শুরুতে ব্যাটিং পেয়ে ভারতের ওপর তাণ্ডব চালায় অস্ট্রেলিয়া। অজি ব্যাটার জশ ইংলিশ ৫০ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বিধ্বংসী ইনিংস খেলার পথে ইংলিশের একের পর এক বাউন্ডারি দেখেও কোনো রকম বিচলিত হচ্ছিলেন না সূর্যকুমার। এমনকি রবি বিষ্ণুই সহজ এক রানআউটের সুযোগ হাতছাড়া করলেও তা দেখে হাসছিলেন সূর্য। শেষ পর্যন্ত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২০৮ রান করে।
২০৯ রান তাড়া করতে নেমেও ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২২ রান। এমন পরিস্থিতিতে ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন সূর্য। ব্যাটিংয়ে নেমেই পাল্টা আক্রমণে অজি বোলারদের ভড়কে দিচ্ছিলেন তিনি। তাঁকে (সূর্য) দেখাদেখি শুরুতে রয়েসয়ে খেলা ইশান কিষানও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তৃতীয় উইকেটে ৬০ বলে ১১২ রানের জুটি গড়েন সূর্য ও ইশান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে ভারতের জয়ে অবদান রেখেছেন সূর্য। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ-সেরা। অধিনায়কত্বের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘অধিনায়কত্বের বোঝা ড্রেসিংরুমেই ফেলে এসেছি। আমার কাছে এটা গর্বের বিষয়। যখন আপনি ভারতের প্রতিনিধিত্ব করবেন, তা খুবই গর্বের। আমার খেলাটা উপভোগের চেষ্টা করি। সেটা আমি ১০ অথবা ৪০ বল—যা-ই খেলি না কেন।’
সূর্যকুমার আউট হওয়ার পর ভারতের শেষ ১৪ বলে দরকার ছিল ১৫ রান। হাতে কখনো ৫ উইকেট রয়েছে। এমন পরিস্থিতিতে নাটকীয়ভাবে ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। ভারতকে ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে মাঠ ছাড়েন রিংকু সিং। ১৪ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন রিংকু। সতীর্থদের প্রশংসা করে সূর্য বলেন, ‘আমি তাদের বলেছিলাম যে খেলা যেন বেশি দূর না যায়। তারা যেভাবে স্নায়ুচাপ সামলে খেলেছে, তা দেখার জন্য দারুণ ছিল। রিংকুর ব্যাটিং আমাকেও স্বস্তি দিয়েছে।’
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি শুরুর আগেই অবশ্য এক অদ্ভুত ঘটনা ঘটেছে সূর্যকুমারের সঙ্গে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে যখন সংবাদ সম্মেলন করেন, তখন মাত্র দুজন সাংবাদিক ছিলেন। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বেশ অবাকই হয়েছেন তখন। অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচে কমপক্ষে ১০০ জন সাংবাদিক ছিলেন দলটির অধিনায়ক রোহিত শর্মার সংবাদ সম্মেলনে।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে