Ajker Patrika

সাকিবই প্রথম পছন্দ, তবে...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২: ৪৯
সাকিবই প্রথম পছন্দ, তবে...

বিকেল ৪টার কিছু আগে বিসিবিতে হঠাৎ তোড়জোড়। একজন জানিয়ে গেলেন, বিসিবির একটি দল একাডেমি মাঠ, ইনডোর ও আউটার পর্যবেক্ষণ করবেন। সাম্প্রতিক সময়ে উন্নত ক্রিকেটীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি।

নতুন সুযোগ-সুবিধা যোগ হলো, আগের মতোই ইনডোরের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা হয়নি। বিষয়টি বছর চারেক আগে স্বয়ং সাকিব আল হাসান সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন। কেন এসির ব্যবস্থা হয়নি, তার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা  নিজাম উদ্দিন চৌধুরী গতকাল বলছিলেন, মাঠে খেলার সময় তো এই ব্যবস্থা থাকবে না। দুটোর মধ্যে সামঞ্জস্য রাখতেই এই পথে হাঁটেনি বিসিবি। শুধু ইনডোর নয়, কাজ হয়েছে আউটারেরও। এখানে ফ্লাডলাইটের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘমেয়াদি ভাবনা থেকে সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপার তো আছেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্প থেকেই এর ফল পেতে চায় বিসিবি। বিশেষ করে স্কিল ক্যাম্প যখন শুরু হবে। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা এই ক্যাম্প। 

এশিয়া কাপ সামনে রেখে ৫-৬ আগস্টের মধ্যে দল ঘোষণা করার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকালও দল ঘোষণা করা হয়নি। জানা গেছে, আজও সেই সম্ভাবনা ক্ষীণ। বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন আজকের পত্রিকাকে জানিয়েছেন, অধিনায়কের অপেক্ষাতেই দল ঘোষণায় কিছুটা দেরি হচ্ছে। তিনি বলেছেন, ‘আমরা যখন ওই কথা বলেছিলাম, তখন পরিস্থিতি একরকম ছিল। এখন আমাদের অধিনায়ক নেই। নতুন অধিনায়কের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ঠিক হয়ে গেলে দলও জানিয়ে দেওয়া হবে। স্কিল ক্যাম্প যেহেতু ৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা, আশা করছি এর আগেই আমরা দলটা দিয়ে দিতে পারব।’

অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই বেশি শোনা যাচ্ছে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও মনে করেন, সাকিব ‘অবভিয়াস চয়েস’। প্রথম পছন্দকে নিশ্চিত করতে তাঁর সঙ্গে আলোচনার দরকার আছে মনে করেন পাপন। গতকাল শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বিসিবির সভাপতি বলেছেন, ‘সাকিবের নাম আসা অবভিয়াসই। কিন্তু আপনি কি বলতে পারেন, দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও কথা বলতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে।

বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটায় কোনো সমস্যা নেই।’

অধিনায়ক হিসেবে এ মুহূর্তে সাকিবকেই পছন্দ বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনেরও। অভিজ্ঞতার দিক থেকে তাঁকে এগিয়ে রেখে সুজন বলছেন, ‘আমি এখন কীভাবে বলব, লিটন দাস নয় (হাসি)। লিটন ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়েছে। কিন্তু সাকিব অবশ্যই এখানে এগিয়ে থাকবে। সাকিবের মাথা, সাকিবের অধিনায়কত্বের অভিজ্ঞতা—সব অনেক বেশি। যে দলে সাকিব আছে...আমি হলে সাকিবের কথাই চিন্তা করতাম। লিটন, শান্ত, মিরাজরা তৈরি হবে।’

ভোট সাকিবের পক্ষে বেশি হলেও ধাঁধা কিছুটা জটিল হয়েছে লিটন-মিরাজের মতো নাম সামনে চলে আসায়। আর নানা বিষয়ে সাকিব-বিসিবির ঐকমত্যে পৌঁছানো ব্যাপার আছে। তবে লিটনকে এই মুহূর্তে কিছুটা পিছিয়ে রাখার পেছনে চাপ নেওয়ার ব্যাপার সামনে এনেছেন পাপন। তাঁর যুক্তি, ‘যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। একমাত্র ব্যাপার হচ্ছে, দ্বিপক্ষীয় সিরিজ খেলা এক বিষয় আর বিশ্বকাপ অন্য বিষয়। এটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই।’

গত মাসে তামিম ইকবালের আকস্মিক অবসরের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লিটন যেভাবে সংবাদমাধ্যমে কথা বলেছেন, সেটি নিয়েও নেতিবাচক আলোচনা আছে। লিটনের তবু আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে, মিরাজের অবশ্য সেটাও নেই। সব মিলিয়ে নতুন অধিনায়ক যিনিই হন, বিসিবিকে নামটি ঘোষণা করতে হবে বেশ দ্রুতই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জার্সির দাম কত, কোথায় পাওয়া যাবে

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ্যে এল আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। ছবি: এক্স
প্রকাশ্যে এল আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। ছবি: এক্স

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে নিয়ে এমনিতেই ভক্তদের মাতামাতির শেষ নেই। ২০২৬ বিশ্বকাপেও ফেবারিট হিসেবেই খেলতে যাবে লিওনেল মেসির দল। এরই মধ্যে প্রকাশ্যে এল বিশ্ব ফুটবলের ২৩ তম আসরের জন্য লা আলবিসেলেস্তেদের জার্সি। তাতে ভক্তদের উন্মাদনা বেড়ে গেল দ্বিগুণ।

২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। তার সাত মাস আগেই ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। যেখানে আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি।

২০২২ সালের আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। অনুমিতভাবেই ল্যাটিন আমেরিকানদের বিশ্বকাপ জার্সিতে আছে তিন তারকার উপস্থিতি। তিন তারকা করা হয়েছে সোনালী রঙে।

ঐতিহ্যকে ধারণ করতে বরাবরই মতো এবারও আর্জেন্টিনার জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা ও আকাশি নীল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠা সালকে ইঙ্গিত করে জার্সির ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা হয়েছে। ২০২২ বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বুকে সোনালি প্যাঁচ রাখা হয়েছে।

অ্যাডিডাস জানিয়েছে, আপাতত চুক্তিবদ্ধ থাকা দেশগুলোর জার্সি প্রকাশ করেছে তারা। আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন দলটির অধিনায়ক এবং ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মেসি। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি পাওয়া যাবে অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট কিছু দোকানে। এই জার্সি কিনতে খরচ করতে হবে ১০০ থেকে ১৮০ ডলার। অর্থাৎ ১২ থেকে ২২ হাজার টাকার মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ড্র করে অজুহাত দিচ্ছেন না বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২: ৪২
৩-৩ গোল ড্র করেছে বার্সা। ছবি: এক্স
৩-৩ গোল ড্র করেছে বার্সা। ছবি: এক্স

আক্ষরিক অর্থে বলতে গেলে ব্রাগার সহায়তায় পয়েন্ট ভাগ করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে তিনবার এগিয়ে গেলেও আত্মঘাতী গোলে জয় হাতছাড়া করেছে বেলজিয়ান ক্লাবটি। হার সমতুল্য এই ড্রয়ের পর কোনো ধরনের অজুহাত দাঁড় করাচ্ছেন না কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক।

জ্যান ব্রেদেল স্টেডিয়ামে ৭৬ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল ব্রাগা। পরের মিনিটেই ভুলটা করে বসেন ক্রিস্তোস জোলিস। লামিনে ইয়ামালের বাড়ানো বল স্বাগতিকদের এই ডিফেন্ডারের মাথায় লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দুই দল একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ৩ নভেম্বর দারুণ ফুটবল খেলে এলচেকে ৩-১ গোলে হারায় বার্সা। সেই ম্যাচের শুরুর একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি ফ্লিক। শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে আক্রমণে আধিপত্য দেখালেও জয় তুলে নিতে পারেনি সফরকারীরা। যেটা মেনে নিতে কষ্ট হচ্ছে বার্সা কোচের।

ফ্লিক বলেন, ‘নিজের জায়গায় সবাইকে সেরাটা দিতে হবে এবং প্রতিপক্ষকে চাপ প্রয়োগ করতে হবে। এলচের বিপক্ষে লিগ ম্যাচে ছেলেরা ভালো খেলেছে। ব্রাগার বিপক্ষে ম্যাচে আমাদের জন্য ভালো সময় খুব কমই ছিল। আমাদের অজুহাত দেখানো উচিত নয়। কারণ, আমরা একই রকম শুরুর একাদশ নিয়ে খেলতে নেমেছিলাম। আমাদের দলের জন্য এটা সেরা মুহূর্ত ছিল। আমরা ভালো ফুটবল খেলতে পারি।’

ড্র করলেও নিজেদের খেলার ধরনে কোনো রকম পরিবর্তন আনতে চান না ফ্লিক, ‘আমরা হয়তো কিছু জায়গায় জিনিস পরিবর্তন করতে পারি। তবে আমাদের দর্শনেও অটল থাকতে হবে। আমাদের খেলার ধরন পরিবর্তন করতে হবে না।’

ব্রাগার পারফরম্যান্স মুগ্ধ করেছে বার্সা কোচকে, ‘ক্লাব ব্রাগা খুব ভালো ফুটবল খেলেছে। আমরা এটাকে সম্মান করি। ৩-৩ গোলে ড্র আমাদের জন্য ভালো ফলাফল নয়। ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল না। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু প্রতিপক্ষ দল আমাদের ভালোভাবে ঠেকিয়ে দিয়েছে। তারা আক্রমণাত্মক ছিল। আমরা মাঝমাঠে তাদের কাছে বল হারিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রথম ‘শান্তি পুরস্কার’ কি ট্রাম্পকে দেবে ফিফা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২: ১২
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে শান্তি পুরস্কার ঘোষণা করবে ফিফা। ছবি: এক্স
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে শান্তি পুরস্কার ঘোষণা করবে ফিফা। ছবি: এক্স

শান্তি পুরস্কার নামে নতুন একটি বার্ষিক পুরস্কার চালু করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। গতকাল মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরাম অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিদের মতো পরিচিত মুখরা। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ব্যাংকক পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘ফুটবল মানে শান্তি। সমগ্র বিশ্ব ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে ফিফা শান্তি পুরস্কার-ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড সেই ব্যক্তিদের বিশাল প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগায়।’

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রথমবার শান্তি পুরস্কার দেবে ফিফা। প্রথমবার কে এই পুরস্কার পেতে যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানায়নি ফিফা। গুঞ্জন উঠেছে, শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে বেছে নিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ ড্রয়ের দিনে কেনেডি ওভালে ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনা অনেক বেশি। গত আগস্টে ওভাল অফিস থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্রর তারিখ ঘোষণা করেন ট্রাম্প। ফিফা সভাপতির সঙ্গে দারুণ সখ্য তাঁর।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এরপর বিভিন্ন সময় জোর দিয়ে বলেছেন যে বিশ্বজুড়ে অসংখ্য সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে হতাশ করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

গত মাসে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষ। নরওয়েজিয়ান নোবেল কমিটি হতাশ করলেও ফিফা শান্তি পুরস্কার চালু করায় নতুন করে বুক বাঁধতেই পারেন ট্রাম্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাঠে নামছে ভারত-পাকিস্তান, খেলা দেখবেন কীভাবে

ক্রীড়া ডেস্ক    
ক্রীড়াঙ্গনে আজ তেমন ব্যস্ততা নেই। ছবি: এক্স
ক্রীড়াঙ্গনে আজ তেমন ব্যস্ততা নেই। ছবি: এক্স

ক্রীড়াঙ্গনে আজ তেমন ব্যস্ততা নেই। মাঠে নামবে হাতেগোনা কিছু বড় দল। ম্যাচ আছে বিশ্ব ক্রিকেটের দুই দর্শকপ্রিয় দল ভারত ও পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামবে শাহিন শাহ আফ্রিদির দল। প্রথম ম্যাচ জেতায় তাঁদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ শেষে ১-১ সমতায় আছে দুই দল। সিরিজ নিজেদের করে নিতে চাইলে আজ জেতার বিকল্প নেই সূর্যকুমার যাদবের দলের জন্য। একনজরে দেখে নিন আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

দুপুর ১২টা ১৫ মিনিট, সরাসরি

টি স্পোর্টস

চতুর্থ টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

দ্বিতীয় ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

বিকেল ৪টা, সরাসরি

টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত