Ajker Patrika

সাকিব-মুশফিক জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব-মুশফিক জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

বাংলাদেশ ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে দলের চাপ সামলানোর চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে ইতিমধ্যে ৮৩ বলে ৬৭ রানের জুটি গড়েছেন দুজনে।

সাকিব-মুশফিকের জুটির সৌজন্যে বাংলাদেশ ছাড়িয়ে গেল ১০০। ২০.১ ওভারেই তিন অঙ্কের ঘর পৌঁছায় তারা। এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৪ উইকেটে ১১৪ রান। সাকিব ৩৯ ও মুশফিক ২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন–মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার মিরাজ খেলেছিলেন ১১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে মিরাজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আর কাব্যিক ইনিংস খেলতে পারলেন না।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিম শাহের লেংথের বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। বলের গতি খুব বেশি ছিল না। গোল্ডেন ডাকে ফিরে গেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাঈম রান বাড়াতে থাকেন দ্রুত। শুরুতে ১.৪ ওভারে কোনো রানই তুলতে পারেনি তারা। এর পর ৪.৪ ওভারে হতেই বাংলাদেশের স্কোরে দুজনে জমা করেন ৩১ রান। তবে জুটি বড় হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।

নাজমুল হোসেন শান্তর জায়গায় ফেরা লিটনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। হারিস রউফ আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ফেরালেন নাঈমকে। প্রথম পাওয়ার প্লেতে রউফকে এবারের এশিয়া কাপে আগের দুই ম্যাচে দেখা যায়নি। তবে আজ বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান নাসিম। যার ফলে তাঁর জায়গায় আসেন রউফ। শর্ট বলে পুল করতে গিয়ে নাঈম বল তুলে দেন অনেক ওপরে। ক্যাচও নেন রউফ। ২৫ বলে ২০ রান করেন নাঈম।

ইনিংসের ১০ম ওভারে তাওহীদ হৃদয়কেও ফেরান রউফ। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটি ব্যাট ঘুরিয়ে খেলার সুযোগই পাননি হৃদয়। স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দিল বল। ৯ বলে ২ রান আসে তাঁর ব্যাট থেকে। এশিয়া কাপে হৃদয়ের ব্যাট এ পর্যন্ত অনুজ্জ্বলই থাকল। তিন ম্যাচে তাঁর স্কোর–২০,০ ও ২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ