Ajker Patrika

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২২: ৫৬
ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ 

বাংলাদেশের কাছে হেরে গত বছরই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে আটকে গিয়েছিল ভারত। দুবাইয়ের সেই ঘটনার ‘প্রতিশোধ’ এবার ব্লুমফন্টেইনে নিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছে ভারত।

২৫২ রানের লক্ষ্যে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। শিবলি রয়েসয়ে খেললেও চড়াও হয়ে খেলতে যান জিসান। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন জিসান। বাংলাদেশের ওপেনার সপ্তম ওভারের পঞ্চম বলে রাজ লিম্বানিকে উড়িয়ে মারতে যান। পয়েন্টে উড়ন্ত ক্যাচ ধরেছেন মুরুগান অভিষেক। ১৭ বলে ৩ চারে ১৪ রান করেন জিসান। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ১ উইকেটে ৩৮ রান। 

শুরুর ধাক্কা সামলাতে না সামলাতে বাংলাদেশের ইনিংসে এবার আঘাত হানেন সৌমি পান্ডে। অষ্টম ওভারের শেষ বলে পান্ডের আর্ম বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। এক ওভার বিরতিতে এসে আবারও আঘাত হানেন পান্ডে। দশম ওভারের চতুর্থ বলে শিবলিকে বোল্ড করেন পান্ডে। ৩৫ বলে ২ চারে ১৪ রান করেন শিবলি। বিনা উইকেটে ৩৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪১ রান। 

দ্রুত ৩ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটের জুটি ভাঙতে খুব একটা সময় লাগেনি। ১৫ তম ওভারের চতুর্থ বলে আহরার আমিনকে অসাধারণ ডেলিভারিতে এলবিডব্লুর ফাদে ফেলেন আর্শিন কুলকার্নি। বাংলাদেশের স্কোর হয়ে যায় তাতে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ৫০ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ শিহাব জেমস। আরিফুল ইসলামের সঙ্গে বাংলাদেশের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শিহাব। পঞ্চম উইকেট জুটিতে ১১৮ বলে ৭৭ রানের জুটি গড়েন শিহাব ও আরিফুল। ৩৫ তম ওভারের দ্বিতীয় বলে মুশির খানকে কাট করতে যান আরিফুল। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেছেন ভারতীয় উইকেটরক্ষক আরাবেল্লি আবনিশ। 

আরিফুল-শিহাবের জুটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো কিছু ছিল না অবশ্য। ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তখনও বাকি ছিল ৩১ বল। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৫৪ রান করেন শিহাব। ৭৭ বলের ইনিংসে ৭ চার মারেন এই মিডল অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরিফুল। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পান্ডে।

এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন আদর্শ সিং। ৯৬ বলের ইনিংসে ৬ চার মারেন ভারতীয় এই ওপেনার।  বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মারুফ মৃধা। ১টি করে উইকেট নিয়েছেন রিজওয়ান ও রাব্বি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত