বাংলাদেশের কাছে হেরে গত বছরই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে আটকে গিয়েছিল ভারত। দুবাইয়ের সেই ঘটনার ‘প্রতিশোধ’ এবার ব্লুমফন্টেইনে নিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছে ভারত।
২৫২ রানের লক্ষ্যে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। শিবলি রয়েসয়ে খেললেও চড়াও হয়ে খেলতে যান জিসান। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন জিসান। বাংলাদেশের ওপেনার সপ্তম ওভারের পঞ্চম বলে রাজ লিম্বানিকে উড়িয়ে মারতে যান। পয়েন্টে উড়ন্ত ক্যাচ ধরেছেন মুরুগান অভিষেক। ১৭ বলে ৩ চারে ১৪ রান করেন জিসান। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ১ উইকেটে ৩৮ রান।
শুরুর ধাক্কা সামলাতে না সামলাতে বাংলাদেশের ইনিংসে এবার আঘাত হানেন সৌমি পান্ডে। অষ্টম ওভারের শেষ বলে পান্ডের আর্ম বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। এক ওভার বিরতিতে এসে আবারও আঘাত হানেন পান্ডে। দশম ওভারের চতুর্থ বলে শিবলিকে বোল্ড করেন পান্ডে। ৩৫ বলে ২ চারে ১৪ রান করেন শিবলি। বিনা উইকেটে ৩৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪১ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটের জুটি ভাঙতে খুব একটা সময় লাগেনি। ১৫ তম ওভারের চতুর্থ বলে আহরার আমিনকে অসাধারণ ডেলিভারিতে এলবিডব্লুর ফাদে ফেলেন আর্শিন কুলকার্নি। বাংলাদেশের স্কোর হয়ে যায় তাতে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ৫০ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ শিহাব জেমস। আরিফুল ইসলামের সঙ্গে বাংলাদেশের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শিহাব। পঞ্চম উইকেট জুটিতে ১১৮ বলে ৭৭ রানের জুটি গড়েন শিহাব ও আরিফুল। ৩৫ তম ওভারের দ্বিতীয় বলে মুশির খানকে কাট করতে যান আরিফুল। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেছেন ভারতীয় উইকেটরক্ষক আরাবেল্লি আবনিশ।
আরিফুল-শিহাবের জুটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো কিছু ছিল না অবশ্য। ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তখনও বাকি ছিল ৩১ বল। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৫৪ রান করেন শিহাব। ৭৭ বলের ইনিংসে ৭ চার মারেন এই মিডল অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরিফুল। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পান্ডে।
এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন আদর্শ সিং। ৯৬ বলের ইনিংসে ৬ চার মারেন ভারতীয় এই ওপেনার। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মারুফ মৃধা। ১টি করে উইকেট নিয়েছেন রিজওয়ান ও রাব্বি।
বাংলাদেশের কাছে হেরে গত বছরই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে আটকে গিয়েছিল ভারত। দুবাইয়ের সেই ঘটনার ‘প্রতিশোধ’ এবার ব্লুমফন্টেইনে নিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছে ভারত।
২৫২ রানের লক্ষ্যে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। শিবলি রয়েসয়ে খেললেও চড়াও হয়ে খেলতে যান জিসান। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন জিসান। বাংলাদেশের ওপেনার সপ্তম ওভারের পঞ্চম বলে রাজ লিম্বানিকে উড়িয়ে মারতে যান। পয়েন্টে উড়ন্ত ক্যাচ ধরেছেন মুরুগান অভিষেক। ১৭ বলে ৩ চারে ১৪ রান করেন জিসান। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ১ উইকেটে ৩৮ রান।
শুরুর ধাক্কা সামলাতে না সামলাতে বাংলাদেশের ইনিংসে এবার আঘাত হানেন সৌমি পান্ডে। অষ্টম ওভারের শেষ বলে পান্ডের আর্ম বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। এক ওভার বিরতিতে এসে আবারও আঘাত হানেন পান্ডে। দশম ওভারের চতুর্থ বলে শিবলিকে বোল্ড করেন পান্ডে। ৩৫ বলে ২ চারে ১৪ রান করেন শিবলি। বিনা উইকেটে ৩৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪১ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটের জুটি ভাঙতে খুব একটা সময় লাগেনি। ১৫ তম ওভারের চতুর্থ বলে আহরার আমিনকে অসাধারণ ডেলিভারিতে এলবিডব্লুর ফাদে ফেলেন আর্শিন কুলকার্নি। বাংলাদেশের স্কোর হয়ে যায় তাতে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ৫০ রান। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ শিহাব জেমস। আরিফুল ইসলামের সঙ্গে বাংলাদেশের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শিহাব। পঞ্চম উইকেট জুটিতে ১১৮ বলে ৭৭ রানের জুটি গড়েন শিহাব ও আরিফুল। ৩৫ তম ওভারের দ্বিতীয় বলে মুশির খানকে কাট করতে যান আরিফুল। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেছেন ভারতীয় উইকেটরক্ষক আরাবেল্লি আবনিশ।
আরিফুল-শিহাবের জুটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো কিছু ছিল না অবশ্য। ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তখনও বাকি ছিল ৩১ বল। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৫৪ রান করেন শিহাব। ৭৭ বলের ইনিংসে ৭ চার মারেন এই মিডল অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরিফুল। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পান্ডে।
এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন আদর্শ সিং। ৯৬ বলের ইনিংসে ৬ চার মারেন ভারতীয় এই ওপেনার। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মারুফ মৃধা। ১টি করে উইকেট নিয়েছেন রিজওয়ান ও রাব্বি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে