ক্রীড়া ডেস্ক
রভমান পাওয়েল কোনো রকমে খোঁচা লাগিয়েছেন। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য সরকার ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
ফিল্ডার হিসেবে দুর্দান্ত সৌম্য এই ক্যাচ হাতছাড়া করায় হতাশা বাড়ে তানজিম হাসান সাকিবসহ পুরো বাংলাদেশ দলের। কারণ, পাওয়েল তখন ০ রানে আউট হতেন। ১৩০ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন হয়ে যেত ৬.৩ ওভারে ৫ উইকেটে ৩৩ রান।
০ রানে জীবন পেলেও অবশ্য ইনিংস বড় করতে পারেনি পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৭ বলে ১ চারে ৬ রান করে ফিরেছেন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদকে লেগ সাইডে ঘোরাতে যান পাওয়েল। এজ হওয়া বল পয়েন্টে ডাইভ দিয়ে দারুণভাবে তালুবন্দী করেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের স্কোর তখন হয়ে যায় ৭.২ ওভারে ৫ উইকেটে ৪১ রান। সেই ওভারটি হাসান মাহমুদ দিয়েছেন উইকেট মেডেন।
ষষ্ঠ উইকেটও ওয়েস্ট ইন্ডিজ হারাতে বসেছিল ৪১ রানে। নবম ওভারের প্রথম বলে রস্টন চেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন চেজ। বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাওয়ায় চেজ সে যাত্রায় বেঁচে যান।
চেজ বাঁচলেও তাঁর সতীর্থ রোমারিও শেফার্ড বাঁচতে পারেননি। নবম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে পুল করতে যান শেফার্ড। এজ হওয়া বল স্লিপে ধরেছেন তানজিদ হাসান তামিম। শেফার্ড ডাক মারলে উইন্ডিজ ৮.৩ ওভারে ৬ উইকেটে ৪২ রানে পরিণত হয়।
১৩০ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদের ঝোড়া আঘাত। ওভারের প্রথম ও পঞ্চম বলে দুই ক্যারিবিয় ব্যাটার ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়েছেন তাসকিন। কিং ১ রান করলেও ফ্লেচার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেছেন উইকেটরক্ষক লিটন দাস।
ঝড়ের আভাস দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে এরপর ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করে এলবিডব্লিউ হয়েছেন চার্লস। উইন্ডিজের আরেক বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরানের (৫) উইকেটটাও দ্রুত তুলে নিয়েছেন মেহেদী। স্লিপে ক্যাচ ধরেন সৌম্য। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৪ উইকেটে ৩২ রানে।
রভমান পাওয়েল কোনো রকমে খোঁচা লাগিয়েছেন। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য সরকার ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
ফিল্ডার হিসেবে দুর্দান্ত সৌম্য এই ক্যাচ হাতছাড়া করায় হতাশা বাড়ে তানজিম হাসান সাকিবসহ পুরো বাংলাদেশ দলের। কারণ, পাওয়েল তখন ০ রানে আউট হতেন। ১৩০ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন হয়ে যেত ৬.৩ ওভারে ৫ উইকেটে ৩৩ রান।
০ রানে জীবন পেলেও অবশ্য ইনিংস বড় করতে পারেনি পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৭ বলে ১ চারে ৬ রান করে ফিরেছেন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদকে লেগ সাইডে ঘোরাতে যান পাওয়েল। এজ হওয়া বল পয়েন্টে ডাইভ দিয়ে দারুণভাবে তালুবন্দী করেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের স্কোর তখন হয়ে যায় ৭.২ ওভারে ৫ উইকেটে ৪১ রান। সেই ওভারটি হাসান মাহমুদ দিয়েছেন উইকেট মেডেন।
ষষ্ঠ উইকেটও ওয়েস্ট ইন্ডিজ হারাতে বসেছিল ৪১ রানে। নবম ওভারের প্রথম বলে রস্টন চেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন চেজ। বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাওয়ায় চেজ সে যাত্রায় বেঁচে যান।
চেজ বাঁচলেও তাঁর সতীর্থ রোমারিও শেফার্ড বাঁচতে পারেননি। নবম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে পুল করতে যান শেফার্ড। এজ হওয়া বল স্লিপে ধরেছেন তানজিদ হাসান তামিম। শেফার্ড ডাক মারলে উইন্ডিজ ৮.৩ ওভারে ৬ উইকেটে ৪২ রানে পরিণত হয়।
১৩০ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদের ঝোড়া আঘাত। ওভারের প্রথম ও পঞ্চম বলে দুই ক্যারিবিয় ব্যাটার ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়েছেন তাসকিন। কিং ১ রান করলেও ফ্লেচার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। দুটি ক্যাচই ধরেছেন উইকেটরক্ষক লিটন দাস।
ঝড়ের আভাস দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে এরপর ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করে এলবিডব্লিউ হয়েছেন চার্লস। উইন্ডিজের আরেক বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরানের (৫) উইকেটটাও দ্রুত তুলে নিয়েছেন মেহেদী। স্লিপে ক্যাচ ধরেন সৌম্য। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৪ উইকেটে ৩২ রানে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৭ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে