Ajker Patrika

আইপিএলের নতুন সূচি ঠিক করছেন সৌরভরা

আপডেট : ০৮ জুন ২০২১, ১৩: ৫০
আইপিএলের নতুন সূচি ঠিক করছেন সৌরভরা

ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।

গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’

আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত