Ajker Patrika

আর্থিকভাবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কিছুই করার ক্ষমতাই নেই

আর্থিকভাবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কিছুই করার ক্ষমতাই নেই

বিশ্ব ক্রিকেটে এক দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য চালানো ওয়েস্ট ইন্ডিজ এখন নিজেদের হারিয়ে খুঁজছে। টি-টোয়েন্টি ছাড়া অন্য দুই সংস্করণে বেশির ভাগ সময় প্রতিপক্ষকে চ্যালেঞ্জও জানাতে পারছে না ক্যারিবিয়ানরা। এর পেছনে অন্যতম প্রধান কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের আর্থিক বিষয় নিয়ে বনিবনা না হওয়া। 

এই অবস্থার মধ্যে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চ্যালেঞ্জিং সেটি জানিয়েছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে হোল্ডার এ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ব্র্যাড হগের ইউটিউব চ্যানেলে এ অলরাউন্ডার বলেছেন, ‘বোর্ডের সঙ্গে তাদের সব সময় কিছু না কিছু ঝামেলা লেগেই থাকত। কখনোই শতভাগ সমর্থন পাওয়া যেত না। মনে হয়, আমাদের সিস্টেমটাই খারাপ এবং দ্রুত এর পরিবর্তন করা দরকার। আমার মনে হয় না, বোর্ডের পক্ষে আর্থিকভাবে নতুন কিছু করার কিংবা যেটুকু আছে, সেটিও ধরে রাখার ক্ষমতা আছে।’ 

ক্যারিবিয়ানদের আরেকটি বড় চ্যালেঞ্জ সবগুলো দ্বীপ রাষ্ট্রকে এক সুতোয় গাঁথা। এমন এক দলকে নেতৃত্ব দেওয়া তাই স্বাভাবিকভাবে কঠিন। অধিনায়কত্বের এই চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে গিয়ে হোল্ডারের দাবি, ‘ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়কত্ব করাটা বিশাল চ্যালেঞ্জ। আমার মনে হয়, ম্যানেজমেন্ট বা বোর্ডের দৃঢ় সমর্থন না থাকলে কাজ করাটা অসম্ভব হয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত