পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ম্যাচ শুরুর আগে ২০১৯ বিশ্বকাপের মতো দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানিয়েছিলেন রশীদ খান। মাত্রাটা ঠিক ততটা না ছড়ালেও উত্তেজনার পারদ ছড়িয়েছে দর্শকদের মধ্যে।
গতকাল টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি অনেক দর্শক। এ নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আইসিসি। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি! মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু খেলা শুরুর পর দেখা যায় জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন অনেক দর্শক। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা।
পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরর চেষ্টা করে। মাঠের ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেই দিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ম্যাচ শুরুর আগে ২০১৯ বিশ্বকাপের মতো দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানিয়েছিলেন রশীদ খান। মাত্রাটা ঠিক ততটা না ছড়ালেও উত্তেজনার পারদ ছড়িয়েছে দর্শকদের মধ্যে।
গতকাল টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি অনেক দর্শক। এ নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আইসিসি। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি! মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু খেলা শুরুর পর দেখা যায় জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন অনেক দর্শক। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা।
পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরর চেষ্টা করে। মাঠের ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেই দিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে