দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার গত বছরের শুরুটা যেখানে হয়েছিল, এবারের শুরুটাও ঠিক সে জায়গা থেকে। গত বছরের মতো এবারও স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে এস্পানার ফাইনালে মুখোমুখি দুই চিরশত্রু। সেবার সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এল ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। আগামীকাল রাতেও একই শহরে শিরোপা লড়াইয়ে নামবে দুই দল, তবে ভিন্ন ভেন্যুতে।
আল-আওয়াল স্টেডিয়ামে রিয়াল কি পারবে হারের ক্ষতে প্রলেপ দিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলতে? সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে সেটির কিছুটা হলেও আভাস দিয়েছে লস ব্লাঙ্কোসরা। বার্সার কোচ জাভি হার্নান্দেজও জানিয়েছেন, ‘ক্ষুধার্ত’ রিয়াল এখন আরও ভালো ফর্মে আছে। তবে তাঁর দলও বেশ শক্তিশালী এবং সুপার কাপের শিরোপা ধরে রাখার সামর্থ্য রয়েছে।
গত মৌসুমে শুধু সুপার কাপই জেতেনি বার্সা, রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে ঘরে তুলেছিল লা লিগা। অবশ্য এবার লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে জাভির শিষ্যরা। তবে সুপার কাপ হাতছাড়া করতে চান না বার্সা কোচ, ‘আমরা খেলায় বলে আধিপত্য রাখার চেষ্টা করব। আমরা এখানে এসেছি রিয়ালের চেয়ে কম ফর্মে থেকে। তবে বল যখন গড়ায় তখন কেউ ফেবারিট নয়।’
গত মৌসুমে প্রধান কোনো শিরোপায় জেতা হয়নি রিয়ালের। তবে শিরোপার জন্য সব সময় ক্ষুধার্ত থাকা কার্লো আনচেলত্তির শিষ্যদের মোটেও ভয় পাচ্ছেন না জাভি। আজ রিয়াদে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘মাদ্রিদ সব সময় ক্ষুধার্ত, আমরাও শক্তিশালী বার্সা। আমরা এক আদর্শ অবস্থানে আছি, যেটি আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।’
তবে ফাইনালের আগে দুই দলের ভাবনা চোট নিয়ে। সুপার কাপের সেমিতে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোটে পড়ে বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে মাঠ ছাড়েন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে ডিফেন্ডার দানি কারভাহালকে নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছে আনচেলত্তির। আজ অনুশীলন না করলেও সেমির নায়ক ফাইনালে ফিট হয়ে উঠবেন মনে করেন তিনি। তবে রিয়াল কোচ দুই গোলরক্ষক কেপা আরিজাবালাগা বা আন্দ্রি লুনিনের মধ্যে কাকে শুরুর একাদশে রাখবেন সেটি নিয়ে কোনো ইঙ্গিত দেননি, শুধু বলেছেন, ‘আমি কোনো ইঙ্গিত দিতে দিতে চাই না।’
সুপারকোপা জিতলে রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (১১) শিরোপা জয়ে জিনেদিন জিদানের পাশে বসবেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৯৬০-১৯৭৪ পর্যন্ত ১৪টি শিরোপা জিতে এ তালিকার শীর্ষে মিগুয়েল মুনোজ।
দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার গত বছরের শুরুটা যেখানে হয়েছিল, এবারের শুরুটাও ঠিক সে জায়গা থেকে। গত বছরের মতো এবারও স্প্যানিশ সুপার কাপ বা সুপারকোপা দে এস্পানার ফাইনালে মুখোমুখি দুই চিরশত্রু। সেবার সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এল ক্লাসিকোতে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। আগামীকাল রাতেও একই শহরে শিরোপা লড়াইয়ে নামবে দুই দল, তবে ভিন্ন ভেন্যুতে।
আল-আওয়াল স্টেডিয়ামে রিয়াল কি পারবে হারের ক্ষতে প্রলেপ দিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলতে? সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে সেটির কিছুটা হলেও আভাস দিয়েছে লস ব্লাঙ্কোসরা। বার্সার কোচ জাভি হার্নান্দেজও জানিয়েছেন, ‘ক্ষুধার্ত’ রিয়াল এখন আরও ভালো ফর্মে আছে। তবে তাঁর দলও বেশ শক্তিশালী এবং সুপার কাপের শিরোপা ধরে রাখার সামর্থ্য রয়েছে।
গত মৌসুমে শুধু সুপার কাপই জেতেনি বার্সা, রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে ঘরে তুলেছিল লা লিগা। অবশ্য এবার লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে জাভির শিষ্যরা। তবে সুপার কাপ হাতছাড়া করতে চান না বার্সা কোচ, ‘আমরা খেলায় বলে আধিপত্য রাখার চেষ্টা করব। আমরা এখানে এসেছি রিয়ালের চেয়ে কম ফর্মে থেকে। তবে বল যখন গড়ায় তখন কেউ ফেবারিট নয়।’
গত মৌসুমে প্রধান কোনো শিরোপায় জেতা হয়নি রিয়ালের। তবে শিরোপার জন্য সব সময় ক্ষুধার্ত থাকা কার্লো আনচেলত্তির শিষ্যদের মোটেও ভয় পাচ্ছেন না জাভি। আজ রিয়াদে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘মাদ্রিদ সব সময় ক্ষুধার্ত, আমরাও শক্তিশালী বার্সা। আমরা এক আদর্শ অবস্থানে আছি, যেটি আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।’
তবে ফাইনালের আগে দুই দলের ভাবনা চোট নিয়ে। সুপার কাপের সেমিতে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোটে পড়ে বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে মাঠ ছাড়েন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে ডিফেন্ডার দানি কারভাহালকে নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছে আনচেলত্তির। আজ অনুশীলন না করলেও সেমির নায়ক ফাইনালে ফিট হয়ে উঠবেন মনে করেন তিনি। তবে রিয়াল কোচ দুই গোলরক্ষক কেপা আরিজাবালাগা বা আন্দ্রি লুনিনের মধ্যে কাকে শুরুর একাদশে রাখবেন সেটি নিয়ে কোনো ইঙ্গিত দেননি, শুধু বলেছেন, ‘আমি কোনো ইঙ্গিত দিতে দিতে চাই না।’
সুপারকোপা জিতলে রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (১১) শিরোপা জয়ে জিনেদিন জিদানের পাশে বসবেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৯৬০-১৯৭৪ পর্যন্ত ১৪টি শিরোপা জিতে এ তালিকার শীর্ষে মিগুয়েল মুনোজ।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে