একপেশে সেমিফাইনালে গতকাল ভারতের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের মেয়েদের স্বর্ণপদক জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় সেখানেই। আজ হাংঝুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যা এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম কোনো পদক।
হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে পাকিস্তানের দেওয়া ৬৫ রানের লক্ষ্যে দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের বলেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে দেন সাদিয়া ইকবাল। পুল শট করতে গিয়েছিলেন বাংলাদেশ ওপেনার শামীমা সুলতানা। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন শাওয়াল জুলফিকার।
উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশের রানের চাকা কিছুটা থেমে যায়। একই সঙ্গে উইকেটও হারাতে থাকে বাংলাদেশ। আরেক ওপেনার সাথী রানী, অধিনায়ক জ্যোতি, সোবহানা মোস্তারি-দ্রুত এই তিন ব্যাটারের উইকেট হারায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ২৭ থেকে মুহূর্তেই জ্যোতির দলের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৪৩ রান। প্রথম চার ব্যাটারের মধ্যে ওপেনার দুজনই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। শামীমা, সাথী-দুজনেই করেছেন ১৩ রান।
দ্রুত ৪ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করেন রিতু মণি ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেট জুটিতে রিতু-স্বর্ণার ৩০ বলে ১৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের পক্ষে চলে আসে। আর ১৯তম ওভারের দ্বিতীয় বলে উম্মে হানির বলে ২ রান নিয়েছেন স্বর্ণা। ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। প্রথমে বোলিং পেয়ে বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে পাকিস্তান করে ৬৪ রান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। বাংলাদেশের বোলারদের মধ্যে সোরা বোলিং করেছেন স্বর্ণা আক্তার। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।
একপেশে সেমিফাইনালে গতকাল ভারতের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের মেয়েদের স্বর্ণপদক জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় সেখানেই। আজ হাংঝুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যা এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম কোনো পদক।
হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে পাকিস্তানের দেওয়া ৬৫ রানের লক্ষ্যে দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের বলেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে দেন সাদিয়া ইকবাল। পুল শট করতে গিয়েছিলেন বাংলাদেশ ওপেনার শামীমা সুলতানা। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন শাওয়াল জুলফিকার।
উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশের রানের চাকা কিছুটা থেমে যায়। একই সঙ্গে উইকেটও হারাতে থাকে বাংলাদেশ। আরেক ওপেনার সাথী রানী, অধিনায়ক জ্যোতি, সোবহানা মোস্তারি-দ্রুত এই তিন ব্যাটারের উইকেট হারায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ২৭ থেকে মুহূর্তেই জ্যোতির দলের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৪৩ রান। প্রথম চার ব্যাটারের মধ্যে ওপেনার দুজনই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। শামীমা, সাথী-দুজনেই করেছেন ১৩ রান।
দ্রুত ৪ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করেন রিতু মণি ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেট জুটিতে রিতু-স্বর্ণার ৩০ বলে ১৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের পক্ষে চলে আসে। আর ১৯তম ওভারের দ্বিতীয় বলে উম্মে হানির বলে ২ রান নিয়েছেন স্বর্ণা। ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। প্রথমে বোলিং পেয়ে বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে পাকিস্তান করে ৬৪ রান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। বাংলাদেশের বোলারদের মধ্যে সোরা বোলিং করেছেন স্বর্ণা আক্তার। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৬ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে