Ajker Patrika

টেস্ট থেকে অবসর নিতে চান কোহলি, জানিয়েছেন বোর্ডকে

ক্রীড়া ডেস্ক    
টেস্ট থেকে বিরাট কোহলিও হাঁটছেন অবসরের পথে। ছবি: এএফপি
টেস্ট থেকে বিরাট কোহলিও হাঁটছেন অবসরের পথে। ছবি: এএফপি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই দিন আগেই ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পথ ধরে এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে অবসরের পথে হাঁটছেন কোহলি।

ক্রিকইনফোর প্রতিবেদন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কোহলি। তিনি অবসর নিতে চান এটা জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে। এমনকি মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে এই আলোচনা। তবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা চান কোহলি টেস্ট ক্রিকেট খেলে যাক। বিশেষ করে ইংল্যান্ড সফরের আগে তাঁকে অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের।

কোহলি বিদায় নিলে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটার কমে যাবে ভারতীয় দলে। এরই মধ্যে রোহিত অবসর বলে দিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন সব ধরনের ক্রিকেট থেকে সরে গেছেন। চেতশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেও নেই দলে। এখানো টেস্ট খেলার মতো ফিটনেসে আসেননি মোহাম্মদ শামি।

কোহলি অবসর নিলে নতুন অধিনায়ক জন্য বড় চাপ যাবে ইংল্যান্ড সিরিজ। তবে বিসিসিআইয়ের আশা করছে, ইংল্যান্ড সিরিজে খেলবেন তিনি। যদি কোহলি সিদ্ধান্ত না বদলান, তবে ১৪ বছরের এক গৌরবময় টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটবে। যেখানে তিনি ১২৩টি টেস্ট খেলেছেন, এর মধ্যে ৬৮ টেস্টে ছিলেন অধিনায়ক। টেস্টে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। সেঞ্চুরি ৩০টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত