Ajker Patrika

শান্ত বলছেন, নাসুমের মতো ঘটনা ঘটবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৬: ০৪
শান্ত বলছেন, নাসুমের মতো ঘটনা ঘটবে না

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার অন্যতম কারণ হিসেবে নাসুম আহমেদকে চড় মারার কথা উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছনা ও চড় মারার অভিযোগ উঠেছিল হাথুরুর বিরুদ্ধে। সদ্য সাবেক হওয়া কোচের এমন কাণ্ড নিয়ে আজ সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি এ ব্যাপারে আসলে জানিই না। সত্যিই বললাম আমি জানি না।’ ভবিষ্যতে নাসুম–কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘ঘটবে না ইনশা আল্লাহ।’

হাথুরু বরখাস্ত হওয়ার পরই ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল মিরপুরে যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তাতেই কোচ হিসেবে পথচলা শুরু হবে সিমন্সের। নতুন কোচ সিমন্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘এই কোচ যখন এলেন, খুব বেশি পরিকল্পনা দেননি। তিনি মাত্রই এলেন। আমরা যেহেতু এই মাঠে (মিরপুর) অনেক ম্যাচ খেলেছি। নিজেদের অভিজ্ঞতা থেকেই সবকিছু করার চেষ্টা করছি।’

দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছিলেন হাথুরুসিংহে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তাঁর আগেই ছাঁটাই করা হয় হাথুরুকে। এই সময় হাথুরুর অধীনে বাংলাদেশ তিন সংস্করণ মিলে ৮০ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৭ ম্যাচ, হেরেছে ৩৯ ম্যাচ ও ৪ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশে নিজের দ্বিতীয় পর্ব শেষ করে ঢাকা ছাড়ার আগে হাথুরু পরশু এক চিঠিতে বিসিবির চিঠির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানও পরিষ্কার করে গেছেন। হাথুরুর দাবি, বিসিবি তাঁকে পূর্বপরিকল্পিত উপায়ে ছাঁটাই করেছে। এমনকি ঢাকা ছাড়ার সময় হাথুরু এও জানালেন, বাংলাদেশে যাঁদের তিনি চেনেন, বেশির ভাগ মানুষের প্রতিই তিনি কৃতজ্ঞ। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত