Ajker Patrika

জয়-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ২৬
জয়-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউটের পর ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথমে দুই ওপেনার সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। সাদমানের বিদায়ের পর জয় আর নাজমুল হাসান শান্ত বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন।

আগের দিনের সঙ্গে আর ৭০ রান যোগ করার পর লাঞ্চের আগেই কিউইদের শেষ ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে ভালো একটা শুরু ম্যাচে রাখত মুমিনুল হকের দলকে। এখন পর্যন্ত সেটা পেরেছেন তাঁরা। 

সাদমান আর জয়ের ৪৩ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে এখন পর্যন্ত ৫০ রানের জুটি গড়েছেন জয়-শান্ত। ট্রেন্ট বোল্ট-নিল ওয়াগনারদের সামনে বাংলাদেশ ব্যাটারদের বেগ পেতে হয়নি তা নয়। বল কখনো ব্যাটের কানায় বাতাস লাগিয়ে গেছে তো কখনো পরাস্ত হয়েছেন ব্যাটার।

বাধ্য হয়ে তাই দেখেশুনে খেলতে হয়েছে সাদমান-জয়দের। ভালো শুরু করেও সেটা বড় করতে পারেননি সাদমান। ১৯তম ওভারের প্রথম বলে ওয়াগনারের নিচু হয়ে আসা ফুলটসে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আউট হয়ে যান সাদমান। টাইমিং ঠিক হয়নি, ব্যাটের কানায় লেগে বল যায় বোলারের হাতে। সাদমান ফেরেন ৫৫ বলে ১ চারে ২২ রান করে। 

সাদমানের বিদায়ের পর উইকেটে এসে মানিয়ে নিতে সময় নিয়েছেন শান্ত। আউট হতে হতেও কয়েকবার বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা-বিরতির পর ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত