টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।
টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
৩ মিনিট আগেটেস্ট আর টি-টোয়েন্টি সংস্করণ এখনো বাংলাদেশ দলের কাছে বিরাট এক ‘গোলকধাঁধা’। যে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের দল ২০১৫ বিশ্বকাপ থেকে নিজেদের অন্যভাবে চিনিয়েছিল, সেটিতেও বিরাট অধঃপতন ঘটেছে শান্তদের। কাল আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগের মতো ৯ নম্বরে থাকলেও
৪১ মিনিট আগেব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হওয়ার পরই বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। একবার ব্রাজিলের কোচ হচ্ছেন না তো মুহূর্তে শোনা যায় উল্টো সংবাদ। এবার এই নাটকে এল নতুন এক মোড়।
১ ঘণ্টা আগে‘সমিত সোমের পাসপোর্ট হয়ে গেছে, বাকি আর একটি প্রক্রিয়া সারতে কাল (আজ) ফিফার কাছে আবেদন করব’—কাল গুলশানে নিজে বাসভবনে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ফাহাদ করিম চৌধুরী। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাফুফের সহসভাপতি ও বিপণন বিভাগের প্রধান।
২ ঘণ্টা আগে