রেকর্ডের ধর্মই হচ্ছে ভাঙা গড়ার। কিন্তু এমন কিছু রেকর্ড আছে যা ভাঙবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কুয়েতের কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন বাসুদেব।
সাধারণত এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে এমনটা জানতে চাইলে নিশ্চিতভাবে হার্শাল গিবস কিংবা যুবরাজ সিংয়ের ৩৬ রান নেওয়ার ঘটনা সবার আগে মাথায় আসবে। কিন্তু কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এক ওভারে এবার ৪৬ রান নেওয়ার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব।
এতে করে ২০১৮ সালে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে ৪৩ রানের রেকর্ড ভেঙে গেছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নশিপেরে টুর্নামেন্টে এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি ম্যাচে ঘটনাটি ঘটেছে। আগে ব্যাট করে এনসিএম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। এই রান করার সময় ১৫ তম ওভারে ৪৬ রানের রেকর্ডটি হয়।
হারমান সিংয়ের করা ওভারটা ছিল এমন ১,৬, ৪,৬, ৭,৬, ৬,৬, ৪। ‘নো’ বল দিয়ে শুরু করা হারমানের প্রথম বৈধ বলে ছক্কা মারেন ব্যাটার বাসুদেব। দ্বিতীয় বলে ব্যাটার বল ব্যাটিংয়ে লাগাতে না পারলেও বোলার কপাল পুড়ে লেগ বাইয়ে ৪ হওয়ায়। পরের বলে আবার ছক্কা। এরপর ‘নো’ সঙ্গে ৭ রান দেন তিনি। পরের ডেলিভারিগুলো টানা তৃতীয় ছয়ের সঙ্গে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান নেওয়ার কীর্তি গড়েন বাসুদেব।
হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছিলেন ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।
রেকর্ডের ধর্মই হচ্ছে ভাঙা গড়ার। কিন্তু এমন কিছু রেকর্ড আছে যা ভাঙবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কুয়েতের কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন বাসুদেব।
সাধারণত এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে এমনটা জানতে চাইলে নিশ্চিতভাবে হার্শাল গিবস কিংবা যুবরাজ সিংয়ের ৩৬ রান নেওয়ার ঘটনা সবার আগে মাথায় আসবে। কিন্তু কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এক ওভারে এবার ৪৬ রান নেওয়ার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব।
এতে করে ২০১৮ সালে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে ৪৩ রানের রেকর্ড ভেঙে গেছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নশিপেরে টুর্নামেন্টে এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি ম্যাচে ঘটনাটি ঘটেছে। আগে ব্যাট করে এনসিএম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। এই রান করার সময় ১৫ তম ওভারে ৪৬ রানের রেকর্ডটি হয়।
হারমান সিংয়ের করা ওভারটা ছিল এমন ১,৬, ৪,৬, ৭,৬, ৬,৬, ৪। ‘নো’ বল দিয়ে শুরু করা হারমানের প্রথম বৈধ বলে ছক্কা মারেন ব্যাটার বাসুদেব। দ্বিতীয় বলে ব্যাটার বল ব্যাটিংয়ে লাগাতে না পারলেও বোলার কপাল পুড়ে লেগ বাইয়ে ৪ হওয়ায়। পরের বলে আবার ছক্কা। এরপর ‘নো’ সঙ্গে ৭ রান দেন তিনি। পরের ডেলিভারিগুলো টানা তৃতীয় ছয়ের সঙ্গে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান নেওয়ার কীর্তি গড়েন বাসুদেব।
হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছিলেন ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
১ ঘণ্টা আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
২ ঘণ্টা আগে