আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির বৈঠকে প্রত্যাশিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সপ্তাহে জানা যায়, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরানোর বিষয়টি। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিই এলো আজ। ২০২৮ অলিম্পিকে দেখা যাবে নারী ও পুরুষ দলের টি-টোয়েন্টি ক্রিকেট। প্রাথমিকভাবে প্রত্যেক ক্যাটাগরিতে ৬ দল অংশ নেবে।
ক্রিকেট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হলো বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশসহ মোট আরও পাঁচ খেলা। অবশ্য অলিম্পিক গেমসে এসব দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সংস্করণে।
অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইওসির সদস্য নিতা আম্বানি। যুগান্তকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের ক্রীড়া প্রোগ্রামে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি স্বাগত সংযোজন, যা বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক আন্দোলনের জন্য প্রচুর নতুন আগ্রহ এবং সুযোগের সম্ভাবনা।’
১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। প্রথমবার ব্যাট-বলের এই লড়াই অলিম্পিকে দেখা গিয়েছিল ১৯০০ প্যারিস সংস্করণে। সেবার অংশ নিয়েছিল দুই দল। আর বেসবল ও সফ্টবল ক্রীড়া প্রোগ্রামের অংশ হিসেবে অলিম্পিক গেমসে অনেকবার দেখা গেছে। সবশেষ ২০২০ টোকিও অলিম্পিকেও এই খেলা ছিল।
ল্যাক্রোস খেলাটিও অলিম্পিকে ফিরছে শত বছরের বেশি সময় পরে। ১৯০৪ সেন্ট লুইস ও ১৯০৮ লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল ১২ শতকে উত্তর আমেরিকায় জন্ম খেলাটির। ফ্ল্যাগ ফুটবল ও স্কোয়াশের অলিম্পিক অভিষেক হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।
আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। লস অ্যাঞ্জেলসে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আজ মুম্বাইয়ে আইওসির বৈঠকে প্রত্যাশিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সপ্তাহে জানা যায়, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরানোর বিষয়টি। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিই এলো আজ। ২০২৮ অলিম্পিকে দেখা যাবে নারী ও পুরুষ দলের টি-টোয়েন্টি ক্রিকেট। প্রাথমিকভাবে প্রত্যেক ক্যাটাগরিতে ৬ দল অংশ নেবে।
ক্রিকেট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে অন্তর্ভুক্ত হলো বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশসহ মোট আরও পাঁচ খেলা। অবশ্য অলিম্পিক গেমসে এসব দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সংস্করণে।
অলিম্পিকে ক্রিকেটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইওসির সদস্য নিতা আম্বানি। যুগান্তকারী এই সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের ক্রীড়া প্রোগ্রামে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি স্বাগত সংযোজন, যা বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক আন্দোলনের জন্য প্রচুর নতুন আগ্রহ এবং সুযোগের সম্ভাবনা।’
১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক গেমসে। প্রথমবার ব্যাট-বলের এই লড়াই অলিম্পিকে দেখা গিয়েছিল ১৯০০ প্যারিস সংস্করণে। সেবার অংশ নিয়েছিল দুই দল। আর বেসবল ও সফ্টবল ক্রীড়া প্রোগ্রামের অংশ হিসেবে অলিম্পিক গেমসে অনেকবার দেখা গেছে। সবশেষ ২০২০ টোকিও অলিম্পিকেও এই খেলা ছিল।
ল্যাক্রোস খেলাটিও অলিম্পিকে ফিরছে শত বছরের বেশি সময় পরে। ১৯০৪ সেন্ট লুইস ও ১৯০৮ লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল ১২ শতকে উত্তর আমেরিকায় জন্ম খেলাটির। ফ্ল্যাগ ফুটবল ও স্কোয়াশের অলিম্পিক অভিষেক হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
১৬ মিনিট আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
১ ঘণ্টা আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১ ঘণ্টা আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
২ ঘণ্টা আগে