২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরপরই ধাক্কা খায় আয়োজক কর্তৃপক্ষ। মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির নতুন মালিক খুঁজছে এলপিএল।
এলপিএল আয়োজকেরা জানিয়েছে যে তারা ডাম্বুলা থান্ডার্সের মালিক খোঁজার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টটি পরিচালনা করছে আইপিজি গ্রুপ। আইপিজি জানিয়েছে যে পূর্ণ সূচি ও পাঁচ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ এলপিএল।
ফিক্সিং সন্দেহে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইপিজি। এবারের এলপিএলে সরাসরি চুক্তিতে নেয় ডাম্বুলা। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। টুর্নামেন্টের পঞ্চম মৌসুমকে সামনে রেখে পরশু হয়েছে নিলাম। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা থান্ডার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
প্রথম মৌসুম থেকেই এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট হয়ে এসেছে। টুর্নামেন্টের শুরু থেকেই এলপিএল মালিক পক্ষদের সঙ্গে সমঝোতায় সংগ্রাম করছে। এমনকি ডাম্বুলার যে নতুন মালিক আসছে, তা হবে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম মালিক। এর আগে ডাম্বুলা অরা, ডাম্বুলা জায়ান্টস ও ডাম্বুলা ভাইকিং নামে খেলেছে।
আগের চার মৌসুমের মধ্যে জাফনা জিতেছে তিনবার। একবার শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।
আরও পড়ুন—
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরপরই ধাক্কা খায় আয়োজক কর্তৃপক্ষ। মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির নতুন মালিক খুঁজছে এলপিএল।
এলপিএল আয়োজকেরা জানিয়েছে যে তারা ডাম্বুলা থান্ডার্সের মালিক খোঁজার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টটি পরিচালনা করছে আইপিজি গ্রুপ। আইপিজি জানিয়েছে যে পূর্ণ সূচি ও পাঁচ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ এলপিএল।
ফিক্সিং সন্দেহে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইপিজি। এবারের এলপিএলে সরাসরি চুক্তিতে নেয় ডাম্বুলা। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। টুর্নামেন্টের পঞ্চম মৌসুমকে সামনে রেখে পরশু হয়েছে নিলাম। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা থান্ডার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
প্রথম মৌসুম থেকেই এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট হয়ে এসেছে। টুর্নামেন্টের শুরু থেকেই এলপিএল মালিক পক্ষদের সঙ্গে সমঝোতায় সংগ্রাম করছে। এমনকি ডাম্বুলার যে নতুন মালিক আসছে, তা হবে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম মালিক। এর আগে ডাম্বুলা অরা, ডাম্বুলা জায়ান্টস ও ডাম্বুলা ভাইকিং নামে খেলেছে।
আগের চার মৌসুমের মধ্যে জাফনা জিতেছে তিনবার। একবার শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।
আরও পড়ুন—
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে