নাজমুল আবেদীন ফাহিম
তুলনামূলক বোলিংটা শক্তির জায়গা বলতে হবে বাংলাদেশ দলের, তাসকিন আহমেদকে ধরেই বলছি। তাসকিন একেবারে শুরুতে না খেললেও দ্রুতই ফিট হয়ে যাবে এবং দলের সঙ্গে যোগ দেবে। বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। পেস আক্রমণে তাসকিন দুর্দান্ত বোলিং করছে, মোস্তাফিজ ভালো একটা ফর্ম নিয়ে ফিরেছে। লেগ স্পিনার রিশাদ বড় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিততে।
ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে আমরা সবাই জানি। শুরুটা (টপ অর্ডার) নিয়ে একটু সংশয় আছে। মিডল অর্ডার তুলনামূলকভাবে আগের বছরগুলোর তুলনামূলক আস্থাশীল। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটার আছে, যারা টি-টোয়েন্টি মানসিকতায় ব্যাটিং করার যোগ্যতা রাখে। শুধু মিডল অর্ডার দিয়ে তো হবে না, পুরো ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় আছে।
এত ছোট সংস্করণের খেলা, একবার ভেঙে পড়লে আবার ফিরে আসার সময় থাকে না। শুরু যদি ভালো না হয়, সেই চাপটা মিডল অর্ডারকে বহন করতে হয়। টপ অর্ডার থেকে অন্তত একজনকে বড় ইনিংস খেলা, ওপর থেকে একটা ভালো জুটি হওয়া খুবই জরুরি।
কত দূর যেতে পারবে, সেটা নির্ভর করবে প্রথম ম্যাচে কী করে সেটার ওপর। আমাদের প্রথম ম্যাচের ফল যদি ভালো হয় তাহলে সমূহ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ, সম্প্রতি তারা আমাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং মানসিকভাবে মনে হয় আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা খেলেছি, ওখান থেকে আমাদের অনেক মানসিক শক্তি অর্জন হয়েছে তা নয়। যদি মানসিকভাবে ঠিক থাকতে পারে ক্রিকেটাররা, চাপ সামলাতে পারে, জেতা সম্ভব হবে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে, তাহলে পরের ম্যাচগুলো তুলনামূলক সহজ হবে। দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ, নেদারল্যান্ডস ও নেপাল আছে।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং
তুলনামূলক বোলিংটা শক্তির জায়গা বলতে হবে বাংলাদেশ দলের, তাসকিন আহমেদকে ধরেই বলছি। তাসকিন একেবারে শুরুতে না খেললেও দ্রুতই ফিট হয়ে যাবে এবং দলের সঙ্গে যোগ দেবে। বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। পেস আক্রমণে তাসকিন দুর্দান্ত বোলিং করছে, মোস্তাফিজ ভালো একটা ফর্ম নিয়ে ফিরেছে। লেগ স্পিনার রিশাদ বড় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিততে।
ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে আমরা সবাই জানি। শুরুটা (টপ অর্ডার) নিয়ে একটু সংশয় আছে। মিডল অর্ডার তুলনামূলকভাবে আগের বছরগুলোর তুলনামূলক আস্থাশীল। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটার আছে, যারা টি-টোয়েন্টি মানসিকতায় ব্যাটিং করার যোগ্যতা রাখে। শুধু মিডল অর্ডার দিয়ে তো হবে না, পুরো ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা সংশয় আছে।
এত ছোট সংস্করণের খেলা, একবার ভেঙে পড়লে আবার ফিরে আসার সময় থাকে না। শুরু যদি ভালো না হয়, সেই চাপটা মিডল অর্ডারকে বহন করতে হয়। টপ অর্ডার থেকে অন্তত একজনকে বড় ইনিংস খেলা, ওপর থেকে একটা ভালো জুটি হওয়া খুবই জরুরি।
কত দূর যেতে পারবে, সেটা নির্ভর করবে প্রথম ম্যাচে কী করে সেটার ওপর। আমাদের প্রথম ম্যাচের ফল যদি ভালো হয় তাহলে সমূহ সম্ভাবনা থাকবে পরের রাউন্ডে যাওয়ার। প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ, সম্প্রতি তারা আমাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং মানসিকভাবে মনে হয় আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে। জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা খেলেছি, ওখান থেকে আমাদের অনেক মানসিক শক্তি অর্জন হয়েছে তা নয়। যদি মানসিকভাবে ঠিক থাকতে পারে ক্রিকেটাররা, চাপ সামলাতে পারে, জেতা সম্ভব হবে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে, তাহলে পরের ম্যাচগুলো তুলনামূলক সহজ হবে। দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ, নেদারল্যান্ডস ও নেপাল আছে।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে