Ajker Patrika

এক দিনে গলে এত রং গলল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯: ১১
পাতুম নিশাঙ্কা পুড়েছেন ডাবল সেঞ্চুরির আক্ষেপে। ছবি: এএফপি
পাতুম নিশাঙ্কা পুড়েছেন ডাবল সেঞ্চুরির আক্ষেপে। ছবি: এএফপি

গল টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই অনেকটা সম অবস্থানে। দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে শ্রীলঙ্কা। সফরকারীদের চেয়ে এখনো ১২৭ রানে পিছিয়ে তারা। তবে আজ সারা দিন গলে গলেছে অনেক রংই।

৬০০ রানের ইঙ্গিত দিয়ে ৫০০-ও হলো না

একটা সময় ৬০০ রানের ইঙ্গিত দিয়েও ৪৯৫ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস, হলো না ৫০০ রানও। গলে সফরকারী দলের সর্বোচ্চ স্কোরের তালিকায়, বাংলাদেশের ইনিংসটি জায়গা করেছে সাত নম্বরে।

১৯ মাস পর মুমিনুলের উইকেট

ক্যারিয়ারের শুরুর দিকে মোটামুটি প্রায় বল করতেন মুমিনুল হক। এখন বল হাতে কমই দেখা যায় তাঁকে। আজ নিজের তৃতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়ে দলকে ব্রেক-থ্রু এনে দেন। ১৯ মাস পর টেস্টে উইকেট পেয়েছেন মুমিনুল। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে উইকেট (৩ টি) নিয়েছিলেন।

৩৯, বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ম্যাথুস, দ্বিতীয় ইনিংস কি পাবেন

বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। খণ্ডকালীন বোলার মুমিনুলের শিকার হয়েছেন তিনি। টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শেষ রাঙানোর প্রত্যয় ছিল তাঁর। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাবেন কি না সেই শঙ্কা তো থাকছেই। হতে পারে এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে শেষ ইনিংস।

১৮৭, নিশাঙ্কার ক্যারিয়ারসেরা ইনিংস

টেস্ট পাতুম নিশাঙ্কা খেলেছেন নিজের ক্যারিয়ারসেরা ইনিংস (১৮৭)। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে ১২৭ রান করেছিলেন, সেটি ছাড়িয়ে গেছেন বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে এই মাঠে সর্বোচ্চ ইনিংসের তালিকায় ১০ ম।

১৩ রানের আক্ষেপ

দিনের দ্বিতীয় নতুন বল, ফুল লেন্থের দারুণ ইনসুইং হাসান মাহমুদের, পাতুম নিশাঙ্কা স্ট্রেইট ড্রাইভ করতে চাইলেন। কিন্তু বলের মুভমেন্ট বুঝতেই পারেননি লঙ্কান ওপেনার। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে লালবাতি জ্বালিয়ে দিল মিডল স্টাম্পের। তৃতীয় দিন তপ্ত রোদে খেটেই যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটাররা, শেষ বিকেলে গলার কাঁটা নিশাঙ্কার পতনে কিছুটা স্বস্তি ফিরেছে দলে। আর মাত্র ১৩ রানের জন্য প্রথম ডাবল সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন নিশাঙ্কা।

৩৭৯

তৃতীয় দিন আজ উঠেছে ৩৭৯ রান। সারা দিনে খেলা হয়েছে ৯৫.৪ ওভার। ওভারপ্রতি রান উঠেছে ৩.৮৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত