Ajker Patrika

ক্রিকেট বানানই ভুল করেছেন উমর আকমল, সামাজিকমাধ্যমে মজা 

আপডেট : ১১ জুন ২০২৪, ১৮: ২৮
ক্রিকেট বানানই ভুল করেছেন উমর আকমল, সামাজিকমাধ্যমে মজা 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। সুপার এইটে ওঠার লড়াইয়ে আজ রাতে কানাডার বিপক্ষে খেলবে পাকিস্তান। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা চাইলে এখন আনন্দ খুঁজে নিতে পারেন উমর আকমলের এক ঘটনায়। ক্রিকেট বানান ভুল করায় আকমলকে নিয়ে সামাজিকমাধ্যমে চলছে মজা।

নিজের ফিটনেস নিয়ে আপডেট দিতে ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন আকমল। পোস্টের ক্যাপশন দিয়েছেন, ‘সবাই মনোযোগ দিন এখানে। এটা তাদের জন্য যারা মনে করেন আমি ফিট নই।’ ভুলটা করেছেন এরপরই। উমর আকমল, পাকিস্তান দুটি হ্যাশট্যাগ ঠিকভাবে দিয়েছেন। তবে ক্রিকেট হ্যাশট্যাগ দিতে গিয়ে বানান ভুল করেছেন। কিরকেট ট্যাগ দিয়েছেন। বাংলাদেশ সময় আজ বেলা ১২টায় পোস্ট করেছেন আকমল। বিকাল ৫টা ৪ মিনিট পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১০ হাজারের মতো। যার মধ্যে প্রায় ৫ হাজারই হাহা দিয়েছেন। সাড়ে ৩ হাজারের বেশি মন্তব্য করেছেন। বানান ভুলের সুযোগ নিয়ে অনেকে আকমলের ফিটনেস নিয়ে খোঁচা দেন। শেয়ার হয়েছে ২ হাজারটি।

নিজের এক্স হ্যান্ডলে ক্রিকেট ট্যাগ অবশ্য ঠিকমতো দিয়েছেন আকমল। তবে সামাজিকমাধ্যমের কোনো এক অ্যাপে ভুল করলে সেটা কি অত সহজে কারও নজর এড়ায়? আকমলের ফেসবুকে করা ভুলের স্ক্রিনশট নিয়ে টুইটারে একজন মন্তব্য করেছেন, ‘ফেসবুকের বানান দয়া করে ঠিক করুন।’ পেশাদার ক্রিকেটে আকমল সবশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে। সুই নর্দার্নের বিপক্ষে ওয়াপদার জার্সিতে খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে সবশেষ তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাক মেরেছেন। ঠিক তার আগের ম্যাচেও প্রথম বলে আউট হয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ২২১ ম্যাচ খেলেছেন আকমল। ৩১.৬৫ গড়ে করেছেন ৫৮৮৭ রান। ৩৪ ফিফটির পাশাপাশি করেন ৩ সেঞ্চুরি।

উমর আকমলের বানান ভুল নিয়ে চলছে মজা। ছবি: সংগৃহীত আকমল ভাইদের বানান ভুলের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ২০২১ সালের ১৪ আগস্ট পাকিস্তানের ৭৪ তম স্বাধীনতা দিবসে কামরান আকমলের ভুল নিয়ে হয়েছিল অনেক মজা। কামরান টুইটারে ইনডিপেন্ডেন্সের ইংরেজি বানান ভুল করেন ইনডেপেন্স লিখেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত