নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আজ ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩১৩/২ (ডি.) ও ২২/০ (তামিম ১৮ *, সাদমান ৪ *)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ (মারুমা ৫৮, কাইতানো ৩২; সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, শরিফুল ২/৩৩, তাসকিন ১/২০, ইবাদত ১/২৫)
ফল: ড্র
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আজ ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩১৩/২ (ডি.) ও ২২/০ (তামিম ১৮ *, সাদমান ৪ *)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ (মারুমা ৫৮, কাইতানো ৩২; সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, শরিফুল ২/৩৩, তাসকিন ১/২০, ইবাদত ১/২৫)
ফল: ড্র
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
৩ ঘণ্টা আগে