নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আজ ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩১৩/২ (ডি.) ও ২২/০ (তামিম ১৮ *, সাদমান ৪ *)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ (মারুমা ৫৮, কাইতানো ৩২; সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, শরিফুল ২/৩৩, তাসকিন ১/২০, ইবাদত ১/২৫)
ফল: ড্র
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আজ ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩১৩/২ (ডি.) ও ২২/০ (তামিম ১৮ *, সাদমান ৪ *)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ (মারুমা ৫৮, কাইতানো ৩২; সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, শরিফুল ২/৩৩, তাসকিন ১/২০, ইবাদত ১/২৫)
ফল: ড্র
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে