নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কয়েকঘণ্টা পরই শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সবাই যখন ম্যাচ শুরুর অপেক্ষায়, তখন এল দুঃসংবাদ। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে।
শ্রীলঙ্কান দলের অলরাউন্ডার ইসরু উদানা, শিরান ফার্নান্দো এবং বোলিং কোচ চামিন্দা ভাসের করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। সকালে শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে প্রথমে খবরটি এসেছে। এরপর তা ছড়িয়ে পড়েছে দ্রুতই। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করেনি। করোনা আক্রান্তের বিষয়টি সত্যি হলে প্রথম ওয়ানডে তো বটেই, পুরো সিরিজটিই হুমকির মুখে পড়ে যেতে পারে।
জানা গেছে, পরশু করা টেস্টের ফল এসেছে কাল। সেখানেই পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও কোচ। কাল আবারও একটা পরীক্ষা করা হয়েছে, যেটির ফল আসার কথা আজ বেলা ১১টার দিকে। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, 'আমরা এখনো করোনার ফল হাতে পাইনি। আজ বেলা ১১টার মধ্যে ফল হাতে পাওয়ার কথা। তখন বলতে পারব। শ্রীলঙ্কান সাংবাদিকেরা কিসের ভিত্তিতে বলছে আমার জানা নেই।'
ঢাকা: কয়েকঘণ্টা পরই শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সবাই যখন ম্যাচ শুরুর অপেক্ষায়, তখন এল দুঃসংবাদ। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে।
শ্রীলঙ্কান দলের অলরাউন্ডার ইসরু উদানা, শিরান ফার্নান্দো এবং বোলিং কোচ চামিন্দা ভাসের করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। সকালে শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে প্রথমে খবরটি এসেছে। এরপর তা ছড়িয়ে পড়েছে দ্রুতই। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করেনি। করোনা আক্রান্তের বিষয়টি সত্যি হলে প্রথম ওয়ানডে তো বটেই, পুরো সিরিজটিই হুমকির মুখে পড়ে যেতে পারে।
জানা গেছে, পরশু করা টেস্টের ফল এসেছে কাল। সেখানেই পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও কোচ। কাল আবারও একটা পরীক্ষা করা হয়েছে, যেটির ফল আসার কথা আজ বেলা ১১টার দিকে। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, 'আমরা এখনো করোনার ফল হাতে পাইনি। আজ বেলা ১১টার মধ্যে ফল হাতে পাওয়ার কথা। তখন বলতে পারব। শ্রীলঙ্কান সাংবাদিকেরা কিসের ভিত্তিতে বলছে আমার জানা নেই।'
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে