Ajker Patrika

‘একসঙ্গে দুই কাজ’ সারতে উড়াল দিলেন বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৪
‘একসঙ্গে দুই কাজ’ সারতে উড়াল দিলেন বাংলাদেশের মেয়েরা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরশু অসাধারণ এক ফটোসেশন হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের সতীর্থরা একে অন্যকে টাই পরিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানে। তখনই জ্যোতি বিশ্বকাপে ‘এক সঙ্গে দুই কাজ’ সারার কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যে আজ উড়াল দিলেন তাঁরা।  

ঢাকায় আজ সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি। এমন আবহাওয়ার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে জ্যোতিরা যখন ইমিগ্রেশনে বাক্সপেটরা দেওয়ার জন্য ব্যস্ত, সেই মুহূর্তেরও ফটোসেশন হয়ে গেল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ককে মোবাইল স্ক্রলিং করতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গেও কী নিয়ে যেন গল্প করেছেন জ্যোতি। বাংলাদেশ সময় সকাল ১০টায় ছেড়েছে তাঁদের বিমান। জ্যোতিদের এবারের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। ৩ অক্টোবর শারজাহে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল ২০১৪ সালে। এরপর এই সংস্করণে চারটি বিশ্বকাপে ১৬ ম্যাচ খেললেও কোনো জয় নেই তাদের। মিরপুরে পরশু যখন সংবাদ সম্মেলন করলেন জ্যোতি, তখন ১০ বছরের আক্ষেপ ঘোচানোর কথা বলেছিলেন, ‘২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচ জিততে পারিনি।  ভালো ক্রিকেট খেলেছি। তবে সেটার কোনো মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ভালো শুরু পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল—অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চায়!’ মোবাইল ফোনে কী করছেন নিগার সুলতানা জ্যোতি। ছবি: বিসিবি কদিন আগেই শ্রীলঙ্কায় দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ নারী ‘এ’ দল ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বেশির ভাগ ক্রিকেটারই ছিলেন জাতীয় দলের। সেখানে রাবেয়া খানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। ২ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে। যেখানে একটি ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছিল। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রাবেয়া খেলবেন জ্যোতির অধীনে। 

১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে  ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে। শারজাহ ও দুবাইয়েই হবে আইসিসির নারী ইভেন্টটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত